বিনোদনভাইরাল

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা।

1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে ওঠা। অনেকেরই জীবনের অনেকটা সময় কেটে যায় এই লোকাল ট্রেনে। আর বাংলার লোকাল ট্রেনের প্রতিটি কামরা রোজই নতুন নতুন গল্পের জন্ম দেয়। তবে আগেকার মতো সেই দমবন্ধ করা লোকাল ট্রেন আর নেই।

2/5এখন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন হয়ে গিয়েছে বেশ ঝকঝকে। কাঁচের জানালা, কাঁচের দরজাও রয়েছে। তবে সবথেকে বড় কথা লোকাল ট্রেনের সফরের একঘেয়েমি কাটাতে ট্রেনের কামরায় টিভির ব্যবস্থা করা হয়েছে।

3/5মুম্বই, মাইসোরের লোকাল ট্রেনে আগে এই ধরনের ব্যবস্থা ছিল। তবে ২০২২ সাল থেকে বাংলার একাধিক লোকাল ট্রেনে এই টিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এর জেরে রেল সফরে বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা। ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে টিভি বসানো হয়েছে। ২৮ ইঞ্চি টেলিভিশনগুলিতে নানা ধরনের বিষয় দেখানো হচ্ছে।

4/5কখনও সেই টিভিতে টম অ্যান্ড জেরি, চার্লি চ্যাপলিনের সিনেমার খণ্ডচিত্র দেখানো হচ্ছে। সেই সঙ্গে রুচিসম্মত গান ও নাচের দৃশ্যও দেখানো হচ্ছে। মাঝেমাঝে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। রেল সুরক্ষা সম্পর্কিত নানা তথ্যও দেওয়া হচ্ছে এই টিভিতে। ছবি মিন্ট

5/5একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই এলসিডি টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের বিনোদনের অন্যতম উপরকরণ হয়ে উঠেছে এই টিভি। যাত্রীদের একাংশের মতে, একটা সময় ছিল যখন ট্রেনে উঠেই খবরের কাগজ পড়া শুরু করতেন রেলযাত্রীরা। সেই দিন আর নেই। এখন সবার চোখ থাকে মোবাইলে। তার সঙ্গে যদি ট্রেনের কামরায় একটু টিভি দেখানো হয় তাতে মন্দ কি!

Shares:

Related Posts

IPL

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম
পশ্চিমবঙ্গ

প্রবল গরমের পরে বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গে :

দিনদশেকের মধ্যে কি কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? ভারতীয় মৌসম ভবনের তরফে মে'র প্রথম দু'সপ্তাহের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা আছে বলে আপাতত জানানো হয়নি। আপাতত দুটি
More Info

এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয় নাকি অন্য কিছু

কেউ কেউ মনে করেন এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আবার কারো মতে, এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হতে দীর্ঘ সময় লাগে। ফ্যান উপর থেকে গরম বাতাসকে
ভাইরাল

Viral picture of sohini sarkar:

  শরীরের ঊর্ধ্বাঙ্গ এ নেই একটা কোনো কাপড় ......শুধু ফুলে ডাকা গোটা শরীর..নায়িকা সোহিনী সরকারের এই নতুন ছবি দেখে মাথোহারা তার ভক্তরা। সোহিনী সরকার! টলিউডের একজন দুষ্টু মিষ্টি সুন্দরী নায়িকা।বাংলা
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *