ভাইরাল

আজকের দিনের সবথেকে সেরা পাঁচটি চুটকি

দিনের সবথেকে সেরা ৫ টি জোকস! নিজে পড়ুন নিজেও হাসুন এবং অপরকে ও হাসান। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হয়ে যান চুটকি-চ্যাম্প।

funny

Viral Jokes: দিনের ক্লান্তি কাটিয়ে ফেলুন মনখুলে হেসে।

সারা দিনের কাজের মাঝে একটু হাসি অনার্জির পরিমাণ অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর হাসলে তো শুধু মন ভালো হয় না, চিকিৎসকরা বলেন, হাসলে ভালো থাকে শরীরও। কিন্তু হাসের সন্ধান পাবেন কোথায়? সেই কাজেই আপনাকে সাহায্য করছি আমরা। রইল দিনের সেরা পাঁচ জোকস। পড়ে নিলে ভালো থাকবে মন।

প্রথম:-এক অফিসের সব কর্মী সঠিক সময়ে পৌঁছে যান অফিসে।অফিসের বসকে তাঁর এক বন্ধু বললেন, ‘তোমার কর্মচারীদের কী এমন ভয় দেখিয়েছো যে সবাই এমন নিয়ম মেনে অফিস আসে?’বস হাসতে হাসতে বললেন, ‘ভয় কিছুই নয়। শুধু আমার অফিসে একটা চেয়ার কম। তাই যিনি শেষে আসেন, তাঁকে সারা দিন দাঁড়িয়ে থাকতে হয়।

দ্বিতীয়:-প্রথম বন্ধু: আমার বাবা দৌড়ে বিরাট চ্যাম্পিয়ন। একাই টেনিস খেলে। একবার এদিক থেকে বল মারে। বল ওদিক পৌঁছোনোর আগে নিজেই উলটো দিকে পৌঁছে যায়।দ্বিতীয় বন্ধু: আমার বাবা আরও বড় দৌড়বীর। বন্দুক থেকে গুলি ছোড়ার পরে, গুলি লক্ষ্যে পৌঁছোনোর আগেই পৌঁছে যায়।তৃতীয় বন্ধু: আর আমার বাবা সরকারি চাকরি করতেন। তিনি সবচেয়ে বড় দৌড়বীর। অফিস ছুটি হত ৫টায়, তিনি তিনটার সময়ই বাড়ি চলে আসতেন।

তৃতীয়:-ক্লাস ওয়ানের ঘরে এসে অদ্ভুত প্রশ্ন করলেন শিক্ষক। শিক্ষক: বল তো, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?পলাশ: হাতি স্যার!শিক্ষক: কেন?পলাশ:  দেখেন না স্যার, খুশিতে সব সময় তার দাত বের করে রাখে।

চতুর্থ:-শিক্ষক: বান্টি, বলো তো হাসার ইংরেজি প্রতিশব্দটি কী?বান্টি: লাফ।শিক্ষক: তাহলে হাসাহাসির ইংরেজি কি হবে?বান্টি: লাফালাফি স্যার!
পঞ্চম:-ইতিহাস ক্লাশে স্যার অরুণাভকে জিজ্ঞাসা করালেন, ‘বলো তো, আকবর জন্মেছিলেন কবে?’অরুণাভ: স্যার, এটা তো বইয়ে নেই! স্যার: কে বলেছে বইয়ে নেই! এই যে আকবরের নামের পাশে লেখা আছে- ১৫৪২- ১৬০৫! অরুণাভ: ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ! আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন!

Shares:

Related Posts

বলিউড

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা! অতীতে ডুব দিয়ে প্রাক্তন প্রেমিককে মনে করলেন ‘কুইন’!

নিজের ছবির গান শুনে আবেগপ্রবণ কঙ্গনা! অতীতে ডুব দিয়ে প্রাক্তন প্রেমিককে মনে করলেন ‘কুইন’! অভিনয়ের সঙ্গে এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। মেজাজ হারিয়ে প্রায়ই রুদ্র রূপ ধারণ করেন তিনি।
মহম্মদ শামি
খেলা

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের। নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে
More Info

Jeet on RG Kar: কল্পনাও করতে পারছি না… তিনিও মেয়ের বাবা! আরজি কর

আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। ৩১ বছর ঝকঝকে এক তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিজের হাসপাতালেই ধর্ষিতা হলেন, নির্মমভাবে হারালেন প্রাণ! এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। সিবিআই তদন্তভার
পশ্চিমবঙ্গ

আরজি কর: দুর্নীতির তদন্তে প্রশ্ন ১৫ জনকে

আরজি করের দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ১৫ জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁদের বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। রবিবারের অভিযানে বেশ কিছু