in ,

TRP: IPL কাঁটার মাঝেই পর্ণা-ফুলকির হাড্ডাহাড্ডি লড়াই, বেঙ্গল টপার হল কে? প্রথম তিনে নেই জলসা

TRP List Week 14 টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে এই সপ্তাহে ফুলকি জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না
#image_title

TRP List Week 14: টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে। এই সপ্তাহে ফুলকি-জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না ।

তবে এ সপ্তাহে গুড়ি পারওয়ার জন্য একদিন দেরিতে প্রকাশ্যে এল টেলিভিশন তারকাদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। টিআরপি তালিকায় এই সপ্তাহেও বিরাট কোনও বদল নেই। আইপিএল ও লোকসভা ভোটের জোড়া ফলায় বিদ্ধ পর্ণা-ফুলকিরা। কিন্তু বেঙ্গল টপার হওয়ার দৌড়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ।
TRP List Week 14 টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে এই সপ্তাহে ফুলকি জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না
star jolsha
সদ্য ৩০০ পর্ব পার করেছে ‘ফুলকি’। সিরিয়ালের নতুন ট্র্যাক হাঁ করে গিলছে দর্শক। ফুলকিকে বাঁচাতে ফের বক্সিং রিং-এ ফিরবে রোহিত। দারুণ খুশি ফুলকি ভক্তরা। অন্যদিকে পিকলুকে বাঁচাতে অন্তঃসত্ত্বা পর্ণার লড়াই এবং দত্ত বাড়িতে নতুন অতিথির আগমনের প্রোমোতে সুপারহিট নিম ফুলের মধু। উনিশ-বিশের লড়াইয়ে গত সপ্তাহের পর এই সপ্তাহেও সেরার আসন ধরে রাখল সৃজন-পর্ণা। ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার নিম ফুলের মধু।




নতুন বাংলা বছরের আগে এর চেয়ে বড় খুশির খবর আর কী বা হতে পারে রুবেল-পল্লবী ভক্তদের কাছে। মাত্র ০.১ নম্বরে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প পকেটে পুরেছে ৭.৬ নম্বর। পিছিয়ে নেই জ্যাস-স্বয়ম্ভূরাও। ৭.৫ নম্বর নিয়ে তিন নম্বরে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে জগদ্ধাত্রীর মহাপর্বের রেটিং আরও বেশি। ওইদিন ৭.৮ নম্বর ঘরে এনেছে ব্লুজ প্রোডাকশনের মেগা।

বিগত কয়েক সপ্তাহে দর্শকদের চমকে দিয়ে টিআরপি তালিকায় উপরের দিকে উঠে এসেছে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। চ্যানেল সেরা হলেও এই সপ্তাহেও সেরা তিনে জায়গা করে নিতে পারল না গীতা। চার নম্বরে থাকা গীতা এলএলবি-র দখলে রয়েছে ৭.০ নম্বর। রুবেল শীর্ষস্থানে যেমন রয়েছেন, তেমন পিছিয়ে নেই তাঁর মনের মানুষ শ্বেতাও। ‘কোন গোপনে মন ভেসেছে’ এই সপ্তাহে পঞ্চম স্থান দখল করল টিআরপি তালিকায়।"


Avatar

Written by Anu sahoo

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি

Ipl 2024,LSG vs DC Dream11 Top team: