IPLখেলা

Toss fixing in RCB vs MI match:

শ্রীনাথ কি সত্যিই টস গোলমাল করে MI-কে টস জিতিয়েছেন? অভিযোগ যথাযথ প্রমাণ হয়েছে কিনা দেখে নিন এক নজরে,সামনে এল ভিডিয়ো।
শ্রীনাথ
ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা নতুন কিছু নয়। তবে টস বিকৃতির কথা খুব একটা শোনা যায় না। চলতি আইপিএলে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা তথা প্রখ্যাত ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। তবে শেষমেশ শ্রীনাথের মত স্বচ্ছ্ব ভাবমূর্তির উপর এই অভিযোগ অনেক নেটিজেনরা এ কথা মানতে পারছেন না।

ক্রিকেটে টসের প্রভাব কতটা, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। টস জেতার উপর অনেক সময়ই নির্ভর করে ম্যাচের ফলাফল। আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও টস প্রভাব ফেলে বিস্তর। তাই টসের সময়ে কোনও দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর ।

কয়েন ওল্টানো
গত বৃহস্পতিবার ওয়ংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াইয়ে নামে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই হোম টিম মুম্বইকে টস জিততে সাহায্য করেছেন ম্যাচ রেফারি, এমনটাই অভিযোগ তোলে আরসিবি সমর্থকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় টসের পরে মাঠ থেকে শ্রীনাথের কয়েন তোলার একটি অস্পষ্ট ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয় যে, শ্রীনাথ নাকি কয়েনটি তোলার পরে তা ঘুরিয়ে নেন হাতে।
অর্থাৎ কিনা, মুম্বই ইন্ডিয়ান্স টস হেরে গেলেও তাদের টসে জিতিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তোলে নেটিজেনদের একাংশ। যদিও এমন দাবি যে যথার্থ নয়, সেটা বোঝা যায় সোশ্যাল মিডিয়াতেই। টসের সময়কার তুলনায় অনেক স্পষ্ট একটি ভিডিয়ো পোস্ট করে ম্যাচ রেফারির বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ নস্যাৎ করা হয়। সেই ভিডিয়োয় স্পষ্ট দেখা যায় যে, শ্রীনাথ মাঠ থেকে কয়েন তোলার সময়ে তা ঘুরিয়ে নেননি। তবে তিনি নিশ্চিত ছিলেন না আরসিবি দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি হেড বলেছেন না টেল, সেটি নিয়ে।
সেদিন টসের মতো ম্যাচও জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তারা আরসিবির ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা টপকে জয় নিশ্চিত করে। আরসিবি শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রান সংগ্রহ করে। ২৬ বলে ৫৪ রান করেন রজত পতিদার। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন। ২৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। মুম্বইয়ের জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২১ রান খরচ করে ৫টি উইকেট সংগ্রহ করেন।
boom boom
পালটা ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৫.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৭ বল বাকি থকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। ৩৪ বলে ৬৯ রান করেন ইশান কিষান। তিনি ৭টি চার ও ৫টি ছক্কা মারেন। ১৯ বলে ৫২ রান করেন সূর্যকুমার যাদব। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন বুমরাহ।
ishan x surya
Shares:

Related Posts

IPL

LSG vs DC  Team Preview ,  Match Number 26:

পর পর দুটো ম্যাচে হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম? চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের ধারা আর ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০৬
IPL

KKR News: বলুন তো, আইপিএলে কোন দলের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি কেকেআর? জেনে নিন

Kolkata Knight Riders: রবিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু
খেলা

Major League Cricket: আইপিএলের পরে এমএলসিতে-ও খেলবেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, চুক্তি হল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে

অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেটের আসন্ন মরসুমে খেলতে চলেছেন বলে জানা গেছে। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, কামিন্স আসন্ন
IPL

Gambhir at KKR event: ‘ওর জন্য গুলি খেতেও পারি’, KKR তারকাকে সর্বকালের সেরা টিমম্যান বললেন গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এক প্রাক্তন তারকাকে সর্বকালের টিমম্যানের তকমা দিলেন নাইট মেন্টর গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর জানালেন যে ওই খেলোয়াড় এমন একজন, যাঁর জন্য তিনি নিজেও গুলি খেতে রাজি