দেশ ও বিদেশপশ্চিমবঙ্গ

নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

TMC and BJP clash amid rallies: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উপস্থিতিতে দুই দলের সমর্থকদের হাতাহাতির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দুই মন্ত্রীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা । পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাঠে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের । এরপরই রাজ্যের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট তলব করেছেন তিনি। রাজভবন সূত্রে দাবি, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-এর মধ্যে বিবাদ ও সংঘর্ষের রিপোর্টের সত্যতা সম্পর্কে রাজ্য পুলিশ প্রধানের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।”

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময়েই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা ৷ এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর এবং বদ্ধপরিকর । যে কারণে ভোট ঘোষণার আগে থেকে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। জারি হয়ে গিয়েছে আর্দশ আচরণবিধি ৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটল মঙ্গলবার ৷

পঞ্চায়েতে মত লোকসভা নির্বাচন শুরুর আগে অভিযোগ গ্রহণ করতে বিশেষ সেল খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ইতিমধ্যে সেই সেলে বেশ কিছু অভিযোগও এসেছে বলে দাবি রাজভবন সূত্রের ৷ যার কারণে রাজ্য প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । সূত্রের দাবি, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধা সৃষ্টি করার দায়ে বেশ কয়েকজন অপরাধীর একটি তালিকা তৈরি করেছেন লগসভা পোর্টাল থেকে ৷ সেই তালিকাও পাঠিয়েছেন নবান্নে।”

লোকসভা নির্বাচনের সময় সরাসরি জন সংযোগ করতে রাজ্যপাল ‘লগ সভা’ পোর্টাল চালু করেছেন । আমজনতার নির্বাচন সংক্রান্ত কোনও সমস্যা থাকলে ই-মেল মারফৎ logsabha.rajbhavankolkata@gmail.com-এ রাজ্যপালের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। সেই প্রাপ্ত অভিযোগ এবং পরামর্শর ভিত্তিতে দ্রুত কাজ করা হবে বলেই রাজভবন সূত্রে খবর। উল্লেখ্য, লোকসভা ভোটের দিনগুলিতে সকাল থেকে রাস্তায় থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টোটো নিয়ে এলাকায় ঘুরবেন। ভোটারদের মধ্যে কোনওরকম ভয়ের সঞ্চার না-হয় সেদিকেই লক্ষ্য রাখবেন তিনি ৷

Shares:

Related Posts

New post

Basanti puja, Basant Panchami : ২০২৫ সালে বসন্ত পঞ্চমী কবে পড়ছে? বাসন্তী পূজা ২০২৫

২০২৫ সালে সরস্বতী পুজোর শুভ সময় কখন? কবে পড়ছে বসন্তী পঞ্চমী! দেখে নিন। বাসন্তী পূজো ২০২৫ চৈত্র, আষাঢ়, আশ্বিন এবং মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিনকে নবরাত্রি
নিউজ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা
নিউজ

চাকরি  তালিকা দেখতে চাইল মানিক:

এবার সিবিআইয়ের এক্তিয়ারে থাকা নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তুলে EDকে অকর্মণ্য প্রমাণের চেষ্টা করল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শনিবার
নিউজ

ভোটের আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী : Lok Sabha Election 2024

Lok Sabha Election: প্রথম দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বাংলায় আরও বাহিনী