IPLখেলা

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা যায়। স্ট্যাম্প মাইকেও তাঁর অনেক কথাই ধরা পড়ে। মাঠে নিজেকে আটকে রাখেন না রোহিত। অধিনায়কত্ব করার সময় নিজের আবেগ চেপে রাখতে পারেন না। সে যতই তাঁকে নিয়ে মিম হোক বা তিনি আলোচনার পাত্র হন না কেন। এবার এই নিয়ে এক মজার তথ্য দিলেন মহম্মদ সামি। দীর্ঘদিন তাঁর সঙ্গে খেলছেন বাংলার পেসার। তিনি জানান, রোহিতের প্রত্যাশা পূরণ করতে না পারলেই তিনি মেজাজ হারান। ভেতর থেকে আবেগ বেরিয়ে আসে। সামি বলেন, ‘রোহিতের সবচেয়ে ভাল দিক হল, ও একজন ক্রিকেটারকে স্বাধীনতা দেয়। কিন্তু আপনি যদি ওর প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে একটু একটু করে ওর আবেগ বেরিয়ে পড়ে। প্রথমে ও বলতে শুরু করে আপনার কী কী করা উচিত ছিল, কী করতে হত। তারপরও আপনি না পারলে, আপনারা স্ক্রিনে যা দেখেন তাই হয়। যা আমরা ও কিছু বলার আগেই বুঝে যাই।’ সিয়েট ক্রিকেট রেটিং আওয়ার্ডে এসে এমন জানান সামি।

বাংলার পেসারের সঙ্গে একমত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘আমরা বুঝে যাই কখন কী আসতে চলেছে। সেই অনুযায়ী আমরা গ্যাপগুলো নিজেরাই ভরে নিই। তবে আমরা এতবছর রোহিত ভাইয়ের সঙ্গে খেলছি, ওর আবেগ আমরা বুঝি।’ সামি এবং শ্রেয়সের উত্তরের পাল্টা দেন ভারত অধিনায়ক। এটাই আসল রোহিত। তিনি বলেন, ‘আমি মাঠে প্লেয়ারদের থেকে নিজস্বতা চাই। সেটার জন্য প্রথমে আমাকে স্বাভাবিক আচরণ করতে হবে। আমি আসলে এরকমই।’ তাঁর এই উত্তর শুনে হেসে ফেলেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। বর্তমানে ছুটিতে আছে ভারতীয় ক্রিকেটাররা। পরের মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলবেন রোহিতরা।

Shares:

Related Posts

IPL

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের 'এল ক্ল্যাসিকো'! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক
IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
IPL

কারণ খুঁজে বার করলেন লারা, কোহলিকে নেওয়া উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে?

চলতি আইপিএলে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। কমলা টুপির দৌড়ে সবার উপরে। অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বিরাট কোহলির জায়গা পাকা। তবু এখনও তাঁর স্ট্রাইক রেট নিয়ে