নিউজপশ্চিমবঙ্গ

Rochona Banerjee viral video:

এটা নিয়েও জল্পনা এবং মিম দুটোই তৈরি হবে আবার…, প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কের………।
হুগলির প্রচারে রচনা
হুগলি লোকসভা আসনে এবার বিজেপির লকেট চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করে নতুন চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুই তারকা প্রার্থীর প্রচারে ইতিমধ্যেই জমে উঠেছে লড়াই। এরই মধ্যে আবার একাধিকবার রচনার বেশ অনেক  কীর্তি কলাপ ‘ভাইরাল’ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে সবথেকে ভাইরেল হলো ‘গরুর রচনা’ এবং ‘হুগলির ধোঁয়ার রিল’। এই আবহে এবার প্রচারে বেরিয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতেই জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ধনিয়াখালি বিধায়ক অসীমা পাত্র। রিপোর্ট অনুযায়ী, চা চক্রের সময় অসীমাকেই বলতে শোনা যায়, ‘এটা নিয়েও মিম তৈরি হবে আবার।’
রচনার ভাইরেল হওয়া ধোঁয়া রিল
রবিবার ধনিয়াখালি বিধানসভা কেন্দ্রের কানানদী এলাকায় প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে সেখানে একটি চায়ের দোকানে বসেন রচনা। নিজে লাল চা খান। সেখানে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সেই সময় কথাবার্তা বলেন তৃণমূল প্রার্থী। এলাকার মহিলাদের কথাও শোনেন রচনা। সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। আর তখনই অসীমা পাত্রের মুখে শোনা যায় ‘মিম আতঙ্কের বার্তা’। এর আগে এই ধনিয়াখালির চেরা গ্রামে আদিবাসীদের সঙ্গে পা মেলাতে এবং ধামসা, কাঁসর বাজাতে দেখা গিয়েছিল রচনাকে। রচনার সেই ভিডিয়োও ভইরাল হয়েছিল। তাই রচনার চা খাওয়া নিয়েও যেন ‘মিম আতঙ্ক’ তৃণমূল নেতাদের মনে।
রচনার ঘুগনি খাওয়া
এর আগে তিনি ভোটারদের বিভিন্নভাবে মন জয় করেছেন তার মধ্যে একটি হল ‘দিদি নম্বর ১’-এ আমন্ত্রণের ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন তৃণমূলের রচনা। সিঙ্গুরে নির্বাচনী প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি যদি এখানে জিতি তাহলে সব থেকে বড় কাজ যেটা হবে সেটা হল আমি জি বাংলার সঙ্গে বসব,তাদের বলবো যে হুগলির দিদিদের আগে ডাকতে হবে আমার অনুষ্ঠানে। আমি বলব, যদি আমাকে দিদি নম্বর ওয়ান করতে চাও, তাহলে হুগলির যে মানুষরা আমাকে জিতিয়েছেন, সেই হুগলি জেলার মানুষদের আগে ডাকতে হবে। তারপরে বাকি সব দিদিরা আসবেন। আমি সব রকম ভাবে চেষ্টা করব।’ এই মন্তব্যের জেরে পরবর্তীতে লকেটের কটাক্ষের শিকার হয়েছিলেন রচনা। এদিকে প্রচারে বেরিয়ে হুগলির গরুর দুধ, ঘুগনির প্রশংসা করেও কটাক্ষের শিকার হন হুগলির তৃণমূল প্রার্থী। এরপর প্রচারে যাওয়ার সময় একটি রিল বানিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন রচনা। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিম ছড়িয়ে পড়ে। আর তাই প্রচারে বেরিয়ে রচনার চা খাওয়ায় ভিডিও টি মিমে পরিণত হয় কি না, তা নিয়ে সংশয় আছে দলীয় বিধায়ক অসীমার মনে!
মাহী মার রাহা হ্যাঁ
Shares:

Related Posts

পশ্চিমবঙ্গ

RG Kar Incident: হাসপাতাল তো নয়, যেন যুদ্ধক্ষেত্র! কেন্দ্রীয় বাহিনীতে মুড়েছে আরজি কর চত্বর

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। চলছে সিবিআই তদন্ত। এবার এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনীতে মুড়ল আর জি কর চত্বর। আর জি কর (RG Kar Incident)
দেশ ও বিদেশ

বাতিল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স:

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বুধবার ২৪ এপ্রিল সংবাদপত্রে নতুন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ। এর আগেও আদালতের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। তবে তাদের
নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:

  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার
দেশ ও বিদেশ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর