দেশ ও বিদেশপশ্চিমবঙ্গ

Rg Kar Hospital: আরজি করের জন্মদিন পালিত হল শোকের আবহে!

গোটা দেশ বর্তমানে যে ঘটনায় প্রতিবাদী হয়ে উঠেছে সেই আরজি কর হাসপাতালের (Rg Kar Hospital) প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী ছিল শুক্রবার। হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ করের জন্মদিনটি সাধারণত সাড়ম্বরেই পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এ বারের পরিস্থিতি একেবারেই আলাদা। এক মর্মান্তিক নারকীয় ঘটনার প্রেক্ষিতে আরজি করের জন্মদিন পালিত হল শোকের আবহে।

 

এদিন মূল প্রশাসনিক ভবনে আরজি করের মূর্তিতে মাল্যদান করেই পালিত হয় আরজি করের জন্মবার্ষিকী। এ বছর আন্দোলন-মঞ্চে জুনিয়র ডাক্তারেরা রাধাগোবিন্দ করের ছবিতে মাল্যদান করেন। এক আন্দোলনকারী ডাক্তারের কথায়, ”রাধাগোবিন্দ কর সারাটা জীবন ঘাম-রক্ত ঝরিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্যে। অন্যায়, অবিচারের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছেন। তিনি জীবিত থাকলে হয়তো আন্দোলনের মঞ্চে এসে আমাদের পাশে দাঁড়াতেন।”

 

অন্যদিকে শুক্রবার তাঁর জন্মদিনে হাসপাতালের পাশাপাশি হাওড়ার বেতড়ের বাড়িতে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনেরা এসেছেন। ফুলমালা দিয়েছেন রাধাগোবিন্দের ছবিতে। কিন্তু সকলেই শোকস্তব্ধ। আরজি করে (Rg Kar Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রত্যাশিত ভাবেই আলোড়িত কর পরিবার। স্বাভাবিকভাবেই তার ছাপ পড়েছে রাধাগোবিন্দের জন্মদিন উদ্‌যাপনেও। এ প্রসঙ্গে পরিবারের সদস্য গার্গী কর বলেন, ‘‘আরজি করের ঘটনা আমাদের খুবই পীড়া দিয়েছে। উনি (রাধাগোবিন্দ) তিল তিল করে যে হাসপাতাল তৈরি করেছিলেন, সেটাকে কী ভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে! এই ন্যক্কারজনক ঘটনায় যে ভাবে রাধাগোবিন্দ করের নাম জড়িয়ে গিয়েছে, তাতে আমরা ভীষণ ব্যথিত। চোখ থেকে জল-রক্ত না বেরোলেও আমার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে।’’ উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই সরব কর পরিবার। দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ১৪ অগস্ট কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচিতেও শামিল হয়েছিল তারা।

 

প্রসঙ্গত, আরজি করের (Rg Kar Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দু’সপ্তাহ হয়ে গেলেও এই মামলায় শুধুমাত্র সঞ্জয় রায় নামের সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কিন্তু নতুন কাউকে আর গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এই তদন্তের অগ্রগতি কতদূর? তা-ও স্পষ্ট নয় নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারীদের কাছে। সব কিছুতেই মিশে রয়েছে ধোঁয়াশা।

Shares:

Related Posts

New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
New post

মুখে কৃষ্ণ নাম, মনে চোর, অমানুষ – অদিতি মুন্সির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা

জি বাংলার সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi) বর্তমানে তৃণমূলের সাংসদ। ভক্তি গানে তিনি সিদ্ধহস্তা। তার গাওয়া কীর্তন, হরিনাম মানুষের মনে গেঁথে আছে। গায়িকা হিসেবে তাকে সম্মান করেন
দেশ ও বিদেশ

বাংলায় বেশি আসনে ফুটবে পদ্ম, দাবি সমীক্ষায়:

কয়েক বছর আগেও বাংলায় বিজেপির শক্তি ছিল মাত্র ২ বিধায়কের। সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের দুই সাংসদের। সেখান থেকে ২০১৯ সালে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। রাজ্যের ১৮টি লোকসভা আসনে