IPLখেলা

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই হয়েছিল হার দিয়ে। এরপর ঘরে ফিরে জয়। সেটিই প্রথম, সেটিই আপাতত শেষ। টানা চার ম্যাচ হেরে বিধ্বস্ত বিরাটরা। আজ ঘরের মাঠে আরসিবির সামনে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদ।


হোম অ্যাডভান্টেজ! সেটা কী জিনিস? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যেন এই প্রশ্নের উত্তর নেই। কী করলে পরিস্থিতি বদলাবে এরও কোনও হদিশ নেই। ঘরের মাঠেও ব্যাকফুটে আরসিবি। টানা চার ম্যাচ হারের পর এমনটাই প্রত্যাশিত। ব্যাটাররা মরিয়া চেষ্টা করছেন। একটু বোধ হয় ভুল হল। হাতে গোনা দু-একজন। বিরাট কোহলি টুর্নামেন্টে এখনও অবধি সর্বাধিক রান স্কোরার। ডুপ্লেসি কিছুটা অবদান রেখেছেন। কোনও ম্যাচে দীনেশ কার্তিক। তালিকাটা দীর্ঘ নয়। একাদশে বদল এনেও রেজাল্ট বদলাচ্ছে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে সবচেয়ে অস্বস্তি বোলিং আক্রমণ। সিরাজের সেই আগুন যেন নিভে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিরাজের বিশ্রাম প্রয়োজন। বাকিদের পরিস্থিতিও একই। প্রত্য়েকটা টিমের বোলিং কম্বিনেশনেই কোনও না কোনও ইউএসপি রয়েছে। আরসিবিতে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। এরপরও খুঁজে পাওয়া না গেলে, টুর্নামেন্ট শেষের অনেক আগেই আরসিবির কাছে শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

পয়েন্ট টেবলে লাস্ট বয় আরসিবি। সামনে আজ সানরাইজার্স। যারা শুধুই ঘরের মাঠে জিতছিল। হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারলেও অ্যাওয়ে ম্যাচে ব্যর্থ হচ্ছিল। সেই ধাক্কাও কাটিয়ে উঠেছে সানরাইজার্স। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় আরও আত্মবিশ্বাসী করে তুলেছে তাদের। বোলিংয়ে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে সহযোগিতা করছেন বাকিরা। ফিল্ডিংয়ে দুর্দান্ত। আর পাওয়ার হিটিং! আরসিবির রেকর্ড তো এ মরসুমেই ভেঙে দিয়েছে। আরসিবির বোলিংয়ের যা হাল, চিন্নাস্বামীর ছোট মাঠে নতুন রেকর্ড না তৈরি হয়। আটকানোর রাস্তা!

বিরাট কোহলি ব্যাট হাতে অতিমানবীয় ইনিংস খেলে হয়তো বোর্ডে বড় রান তুলতে পারবেন, কিংবা ফাফ ডুপ্লেসি। কিন্তু জয়ের জন্য যে টিম হিসেবে খেলা প্রয়োজন।

Shares:

Related Posts

IPL

Ipl 2024,LSG vs DC Dream11 Top team:

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল।
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়
IPL

IPL 2024, MI vs RCB: ম্যাক্সওয়েলের শূণ্য   রানে হতবাক Kohli! ভাইরাল প্রতিক্রিয়া

অসাধারণ টিম গেমে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের শুভারম্ভ স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলি (Virat Kohli) বনাম
IPL

T20 World Cup 2024, India Team Squad:

টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও