IPLখেলা

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার।


IMG 20240409 194050

শশাঙ্ক রিডেম্পশন! ভুল করে কেনা এক প্লেয়ারই পঞ্জাবকে জয়ের স্বাদ দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ এ বারের আইপিএলের অন্যতম সেরা। ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন তো! এ বার থেকে প্রতি ম্যাচেই যেন এটা প্রমাণ করার চাপ থাকবে শশাঙ্ক সিংয়ের উপর। চ্যালেঞ্জে যদি ভেঙে না পড়েন, নতুন তারা পাবে ভারতীয় ক্রিকেট। এ বারের আইপিএল জয় দিয়েই শুরু হয়েছিল পঞ্জাব কিংসের। জোড়া হারে চাপ বাড়ছিল। গত ম্যাচে শশাঙ্কের অভাবনীয় ইনিংসে জয়। ঘরের মাঠে আজ পঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল আরসিবির দখলে। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। যদিও তার পরের ম্যাচেই আমেদাবাদে হার। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর সানরাইজার্স।

এ বারের আইপিএলে অন্যতম শক্তিশালী ব্যাটিং আক্রমণ সানরাইজার্সের। মন্থর পিচে তাঁদের ব্যাটিংয়ে যে সমস্যা রয়েছে, তা অবশ্য প্রকাশ্যে। তবে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচই দেখা গিয়েছে। এই মাঠে রানের বন্যা হবে বলাই যায়। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেনরা যে ফর্মে রয়েছেন তাতে বড় পরীক্ষার সামনে পড়তে হবে পঞ্জাবের স্লগ ওভার বোলিংকে। আর এখানেই বাজিমাত করতে পারে সানরাইজার্স। তাদের স্লগ ওভার বোলিং দুর্দান্ত। আসল রাজত্ব ব্যাটাররাই করবেন, আপাতত এটাই বলা যায়।

newpost.in
Shares:

Related Posts

New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
Serial

চুরি- ডাকাতি খুন- জখম থেকে শ্লীলতাহানি, সব সমস্যার সমাধান করতে আসছে গীতা এলএলবি

ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা
More Info

Jeet on RG Kar: কল্পনাও করতে পারছি না… তিনিও মেয়ের বাবা! আরজি কর

আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। ৩১ বছর ঝকঝকে এক তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিজের হাসপাতালেই ধর্ষিতা হলেন, নির্মমভাবে হারালেন প্রাণ! এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। সিবিআই তদন্তভার
IPL

Ipl 2024,LSG vs DC Dream11 Top team:

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল।