IPLখেলা

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম ওভারে বোলিংয়ে সবচেয়ে বেশি চাপে নটরাজন। এই ওভারের উপরই অনেক কিছু নির্ভর করত। শশাঙ্কের সঙ্গে দুর্দান্ত সঙ্গ দিলেন আর এক অনামী আশুতোষ শর্মা। ৯১ রানে ৫ উইকেট হারানোর পর কার্যত হাল ছেড়ে দিয়েছিল পঞ্জাব কিংস। যদিও শশাঙ্ক ক্রিজে থাকায় ক্ষীণ হলেও আশা ছিল। আর আজকের দিনেই তো রিঙ্কু সিংয়ের সেই অবিশ্বাস্য ইনিংসের ঘটনা হয়েছিল।


এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।



 

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ

Shares:

Related Posts

Businesses

ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নাগার্জুনার স্থাপনার একাংশ, মুখ খুললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার ‘এন কনভেনশন সেন্টার’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে হায়দরাবাদের ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং প্রোটেকশন (এইচওয়াইডিআরএএ)। গত ২৩ আগস্ট কনভেনশন সেন্টারের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া
IPL

IPL 2024 Video: ‘আওয়ারা, ছাপরি’ হার্দিক! আমদাবাদে তুমুল কটূক্তির মুখে MI অধিনায়ক

আশাবাদী নমন ধীর। তিনি আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের ফাইনাল খেলতে পারবে। চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেও আশা ছাড়ছেন না রোহিত শর্মা,
Serial

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার

এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের
IPL

KKR News: বলুন তো, আইপিএলে কোন দলের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি কেকেআর? জেনে নিন

Kolkata Knight Riders: রবিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু