in

OMAD Diet:- সহজেই ওজন কমান

#image_title
Diet
সহজেই কমাতে চান ওজন? OMAD ডায়েটেই হবে উপায়……
 ডায়েটের সঙ্গে সময়ের একটি নতুন ট্রেন্ড  সেট করে। ডায়েটের একটি নতুন ট্রেন্ড হলো OMAD ডায়েট, দিনে একবারই খেতে পারবেন। কিছুটা শুনতে ইন্টারমিটেন্ট ফাস্টিঙের মতো শোনাচ্ছে না? কিন্তু না এটা  ইন্টারমিটেন্ট ফাস্টিঙের মতো না। এই ডায়েট কম ক্যালরির খাবার খাওয়ার মাধ্যমে ওজন কমানোর একটি উপায়। কিন্তু ঠিক কতটা স্বাস্থ্যকর এই উপায়? জেনে নিন,
Omand diet
দিনে একটিমাত্র খাবারই খেতে পারবেন সেহেতু সেই খাবার হতে হবে একটি ঠিকঠাক মিল। যদিও আপনি মাঝে একবারের জন্য একটি চটজলদি স্ন্যাকস খেতেই পারেন, কিন্তু সেই খাবারের ক্যালারি যেন সীমাবদ্ধই থাকে। ডায়েটে কী কী রাখবেন তা একেবারেই আপনার পছন্দ এবং শরীরের চাহিদার উপর নির্ভর করছে।
প্রত্যেকটি জিনিসেরই একটি ভালো দিক এবং একটি খারাপ দিক থাকে। ঠিক সেরকমই এই ডায়েটেরও কিছু ভালো এবং কিছু খারাপ দিক রয়েছে। হতে পারে এই ডায়েট মেনে আপনার লাভ হলো, আবার এই ডায়েট মেনেও আপনার কোনও লাভই হলো না, এমনটাও হতে পারে। তাই সেইসব কথা মাথায় রেখেই সিদ্ধান্তে আসা উচিৎ।
এই ডায়েট করার ফলে আপনার ওজন কমতে পারে, উচ্চ কোলেস্টোরেল মাত্রাকেও নিয়ন্ত্রনে আনতে পারেন এই ডায়েটের মাধ্যমে। তবে এই ডায়েটের বেশ কিছু খারাপ দিকও আছে। আপনার শরীরে পুষ্টির অভাব হতে পারে, কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও। বারে বারে খিদের সম্মুখীন হতে পারেন এই ডায়েটের ফলে।
Result
Avatar

Written by Manik Giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

Chota Miya Bade Miya: প্রথমবার পর্দায় একসঙ্গে অক্ষয় কুমার ও টাইগার শ্রপ..

T20 World Cup 2024:-