Serialভাইরাল

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার



এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে
ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের ভিত্তিতে রদবদল হয় টিআরপি তালিকায়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৮ তারিখ বৃহস্পতিবার এসে গেল সেই রিপোর্ট কার্ড। উল্লেখ্য, গণেশ চতুর্থী উপলক্ষ্যে জগদ্ধাত্রীর মহাপর্বের সম্প্রচার হয়েছে। অন্যদিকে অনুরাগের ছোঁয়ায় এখন ভালোবাসার মরশুম। যদিও প্রেমের পথে কাঁটা হয়ে এন্ট্রি নিয়েছে মিশকা। সূর্যর স্পার্ম চুরি করে মা হওয়ার নাটক করছে। আর সেই নিয়ে ঝড় সূর্য-দীপার জীবনে। তবে কাহানি মে এই টুইস্ট ধারাবাহিকের দর্শক চুটিয়ে উপভোগ করছে। উল্লেখ্য, শুক্রাণু চুরি আর সূর্য দীপার মিলনে চলতি সপ্তাহে ফের বেঙ্গল টপার অনুরাগের ছঁয়া। প্রাপ্ত নম্বর

অনুরাগের ছোঁয়ার দাপটে এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। গণেশ পুজো স্পেশাল পর্বে জ্যাস সান্যাল আর স্বয়ম্ভুর ধুন্ধুমার অ্যাকশন মন জিতে নিয়েছে দর্শকের। জগদ্ধাত্রীর ঝুলিতে এসেছে ৮.২। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি।

রোহিত-ফুলকির জীবনে নতুন সমস্যা তৈরি করতে এসে গিয়েছে শালিনী। রোহিতের প্রাক্তন স্ত্রী এন্ট্রি নিতেই ওলটপালট ফুলকির দাম্পত্য জীবন। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর
। নিম ফুলের মধু পেল । চলতি সপ্তাহে রয়েছে চতুর্থ

সন্ধ্যার দুর্ঘটনা থেকে তারার সঙ্গে আকাশনীলের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভবনায় জমে উঠেছে সন্ধ্যাতারা ধারাবাহিক। এদিকে আকাশনীলের কাকা তারাকে সন্দেহ করছে। গল্পে টুইস্ট আসতেই টিআরপি-তে প্রথম পাঁচে স্টার জলসার সন্ধ্যাতারা। মোট নম্বর যৌথভাবে

পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ ও কার কাছে কই মনের কথা। উল্লেখ্য, মানালি অভিনীত এই নতুন ধারাবাহিক সম্প্রচারের শুরুতে বিতর্কে জড়িয়েছিল।

তবে ধীরে ধীরে শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণের সামান্য বদল হতেই টিআরপিতে ষষ্ঠ স্থানে উঠে এল কার কাছে কই মনের কথা। ঐশানীর জীবনে নতুন ঝড় উঠার সঙ্গে সঙ্গে টিআরপি লিস্টেও খানিকটা উপরে উঠে এসেছে এ

সপ্তমে হরগৌরী পাইস হোটেল। এই সিরিয়ালের ঝুলিতে এল । খেলনা বাড়ি ধারাবাহিকে এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারের পর টিআরপি লিস্টে অষ্টমে রয়েছে খেলনা বাড়ি। মিতুলের ঝুলিতে এসেছে


Shares:

Related Posts

Serial

সোনা রূপা চরিত্র দুটো আসার পরই অনুরাগের ভাগ্য খুলে যায় ৫২ উইক টপারের খেতাবও পায়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে দেখা যায় যে বর্তমানে ইরা ট্র্যাকের শেষ হয়ে কাছাকাছি এসেছে সূর্য দীপা। ঠিক কাছাকাছি এসেছে বললে ভুল বলা যাবে বলা যেতে
Serial

চুরি- ডাকাতি খুন- জখম থেকে শ্লীলতাহানি, সব সমস্যার সমাধান করতে আসছে গীতা এলএলবি

ছোট পর্দায় নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই রয়েছে। দিন কয়েক হল শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। পঞ্চমীতেই স্টার জলসার মহা
More Info

এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয় নাকি অন্য কিছু

কেউ কেউ মনে করেন এসির সাথে ফ্যান চালালে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আবার কারো মতে, এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হতে দীর্ঘ সময় লাগে। ফ্যান উপর থেকে গরম বাতাসকে
সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না