IPLখেলা

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে সরিয়ে নেতা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভুলে ভরা ক্যাপ্টেন্সি, ব্যাটিং-বোলিংয়েও দলকে ডুবিয়েছেন। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই। রোহিত শর্মা সেঞ্চুরি করলেও যোগ্য সঙ্গী পাননি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম মাঝপথে। এখান থেকে শীর্ষ চার দলের একটা ছবি পাওয়া শুরু হয়ে যাবে। পয়েন্ট টেবলে খারাপ পরিস্থিতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ছয় ম্যাচ খেলে মাত্র দুটি জয়। পঞ্জাব কিংসেরও একই পরিস্থিতি। বেশ কিছু ম্যাচ শেষ বলে হেরেছে পঞ্জাব। দু-দলের কাছেই এখন স্লগ ওভার শুরু। এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত মুম্বই ইন্ডিয়ান্স। তবে রোহিত শর্মা ক্যাপ্টেন নন, এটাই পার্থক্য।

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে সরিয়ে নেতা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভুলে ভরা ক্যাপ্টেন্সি, ব্যাটিং-বোলিংয়েও দলকে ডুবিয়েছেন। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই। রোহিত শর্মা সেঞ্চুরি করলেও যোগ্য সঙ্গী পাননি।

পঞ্জাব কিংস শিবিরে অস্বস্তি অধিনায়ক শিখর ধাওয়ানের চোট। গত ম্যাচে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও পাওয়া যাবে না শিখর ধাওয়ানকে। তাঁর রিহ্যাব চলছে। কবে ফিরবেন, নিশ্চয়তা নেই। পঞ্জাব কিংসের এ মরসুমে প্রাপ্তি দুই তরুণ ব্যাটারের পারফরম্যান্স। শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন।

দু-দলের ব্যাটিংয়ে দু-রকম সমস্যা। মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা দুর্দান্ত হচ্ছে। কিন্তু ফিনিশিংয়ের অভাব ভোগাচ্ছে তাদের। অন্য দিকে, পঞ্জাব কিংসের লোয়ার অর্ডার দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু টপ অর্ডারে ধারাবাহিকতা নেই। বোলিংয়ে ক্ষেত্রে মুম্বই শিবিরে জসপ্রীত বুমরা ছাড়া কেউই ধারাবাহিক নন। ‘স্লগ ওভার’ থেকে কারা টেবলে উন্নতির দিকে যাবে, সেটাই দেখার।

Shares:

Related Posts

IPL

Spinner god Yuji chahal

আজকেই নামছেন ১৫০তম ম্যাচে, আইপিএলে প্রথম বোলার হিসাবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহালের। বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে নজিরের সামনে যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের
নিউজ

Modi vs Mamata in ramnavami 2024 in West Bengal:

রামনবমী বন্ধ করার জন্য অনেক  ষড়যন্ত্র করেছিল TMC এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী,মমতার একটি আর্জির পরই বালুরঘাটে দাবি করলেন মোদী.........। পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল TMC
নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও
নিউজ

অতিবৃষ্টিতে বন্যা  UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর

বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমান চলাচল