রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে আইপিএলের দুই সফলতম দলের দ্বৈরথ। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে।
যদিও দুজনের কেউই কালকের দ্বৈরথে নিজেদের দলকে নেতৃত্ব দেবেন না। পারস্পরিক দ্বৈরথে পিছিয়ে থাকলেও এবার পয়েন্ট তালিকায় ভালো পজিশনে গতবারের চ্যাম্পিয়নরা।
একজন বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন, আর একজন খুব কাছ থেকে ফিরেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই ক্যাপ্টেনের স্কোর লাইন কিন্তু ৫-৫। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি অনেক আগেই প্রাক্তনের দলে নাম লিখিয়েছেন। তবে তিনি যা কীর্তি গড়ে দিয়েছেন, তা পরবর্তী কোনও ভারতীয় অধিনায়ক পেরিয়ে যেতে পারলে…ভারতীয় ক্রিকেটে ফের রূপকথা তৈরি হবে।
২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর আর আইসিসির কোনও ট্রফি জেতেনি ভারত।