IPLখেলা

KKR vs RR নারিন ১০০ রান করেও জিততে পারলেন না কেকেআর:

IPL LIve: ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬

৫৬ বলে ১০৯ রান করে আউট হলেন নারাইন। ৯ বলে ২০ রানে অপরাজিত রিঙ্কু সিংহ। ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬

ইডেনে মঙ্গলবার মাত্র ৪৯ বলে সেঞ্চুরি নারাইনের। রাজস্থান রয়্যালস বোলিংকে খুন করলেন একা হাতে। সেঞ্চুরি করে ব্যাট তুলে কুর্নিশ করলেন টিম মালিক শাহরুখ খানকে। কিংগ খানও বেজায় খুশি। নেচে উঠলেন ব্যালকনিতে দাঁড়িয়ে। ১৭ ওভারের শেষে কেকেআর ১৯১/৪।

১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬১/৩। ৪৪ বলে ৭৯ রানে ক্রিজে নারাইন। সঙ্গে ১২ রানে রাসেল।

১৮ বলে ৩০ রান করে ফিরলেন অঙ্গকৃষ। ৩৯ বলে ৭০ রানে অপরাজিত নারাইন। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৫/২।

৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৮৯/১। নারাইন ৪৩ ও অঙ্গকৃষ ২৮ রানে ব্যাট করছেন।

৫.৫ ওভারে ৫০ পূর্ণ কেকেআরের। কুলদীপ সেনকে বিশাল ছক্কা নারাইনের। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে নাইটদের স্কোর ৫৬

শূন্য রানে ক্যাচ পড়েছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ফিল সল্ট। আবেশ খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন (১৩ বলে ১০ রান)। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৬/১।

ট্রেন্ট বোল্টের বলে শূন্য রানে ফিল সল্টের ক্যাচ ফেললেন রিয়ান পরাগ। ১ ওভারের শেষে কেকেআর ২/০।

সোমবারই লিখেছিল এবিপি লাইভ বাংলা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইডেনে টসের পরই সেই খবরে সিলমোহর দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। জানিয়ে দিলেন, চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার। তবে এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। বাটলারের সঙ্গে খেলছেন আর অশ্বিনও। তিনিও চোট সারিয়ে ফিট।

৬ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থানের। ৫ ম্যাচে ৮ পয়েন্ট কেকেআরের। মঙ্গলবার যে দল জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে।

Shares:

Related Posts

IPL

IPL 2024, MI vs RCB: ম্যাক্সওয়েলের শূণ্য   রানে হতবাক Kohli! ভাইরাল প্রতিক্রিয়া

অসাধারণ টিম গেমে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের শুভারম্ভ স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলি (Virat Kohli) বনাম
IPL

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা
খেলা

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

2024 সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত
IPL

KKR: রোহিত নয়, মুম্বইয়ের আরেক তারকা ক্রিকেটারকে নেতৃত্বের প্রস্তাব দিল কেকেআর?

আগের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খুইয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে।‌ প্রাক্তন এবং বর্তমানের মনোমালিন্যের প্রভাব পড়ে দলের পারফরমেন্সে। প্লে অফ দূর অস্ত, লাস্টবয় হয় মুম্বই।