নতুন স্পনসর, নতুন জার্সি, নতুন অ্যাপের উদ্বোধন এবং নতুন মেন্টরের হাত ধরে আসন্ন আইপিএলের স্টার্টিং ব্লকে কলকাতা নাইট রাইডার্স। গত 10 বছর আইপিএল ট্রফি নেই নাইটদের ক্যাবিনেটে। আর তাই পার্পল জার্সিতে দু’বারের ট্রফি জয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে ফিরিয়ে নিয়ে এসে নতুনভাবে শুরু করতে চাইছে কেকেআর ! মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে নাইটদের সাজঘরে ফিরে এসে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর অবশ্য বলেন, “কেকেআর আমাকে সফল নেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। আমি কেকেআরকে সফল তৈরি করিনি।”
একই সঙ্গে গম্ভীর বলেন, “আবেগ, সততা, ত্যাগ, স্বার্থপরহীনতা যে তিনটে মানুষকে দেখে আমি শিখেছি তাঁরা হলেন, দ্রে রাস আন্দ্রে রাসেল, রায়ান টেন দুসখাটে এবং সুনীল নারিন।” প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, “আমাকে সামলানো মোটেই সহজ কাজ নয়। নানারকম বায়নাক্কা, একগুয়েমি, ইগো সমস্যা সত্ত্বেও আমার হাতে দল তুলে দিয়ে বলা হয়েছিল হয় গড়ে তোলো, নয় ভেঙে ফেল। শাহরুখ খানের কাছ থেকে সততা, আত্মসম্মান বোধ এবং প্রত্যেকের সঙ্গে সম মনোভাব দেখানোর মানসিকতাও আমি শিখেছি।”
গম্ভীরের দাবি, “আমি কথা দিচ্ছি নিজেদের সম্মানের জন্য আমরা লড়ব। আপনাদের সম্মানের জন্য লড়ব। আমাদের সমর্থন করুন। আমরা সবকিছু উজার করে দেব আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য।” মেন্টরের মানসিকতার ছোঁয়াচ অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও। গত মরসুমে চোটের জন্য খেলতে পারেননি। এবছর ফিট হয়ে ফিরে প্রথম থেকে খেলার ব্যাপারে আশ্বস্ত করছেন। নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানের মঞ্চে বসে নাইট নেতা বলছেন, “আমি সম্মানিত এবং আনন্দিত এমন একটি দলের নেতা হতে পেরে আমি আশাবাদী। অসাধারণ কোচ রয়েছে আমাদের দলে। যারা কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় তা শিখিয়েছে। কোচ এবং মেন্টর দু’জনেই অসাধারণ। আশাকরি আমরা ট্রফি জিততে পারব।”