IPLখেলা

‘কেকেআর আমাকে সফল নেতা তৈরি করেছে’, দাবি গৌতম গম্ভীরের

নতুন স্পনসর, নতুন জার্সি, নতুন অ্যাপের উদ্বোধন এবং নতুন মেন্টরের হাত ধরে আসন্ন আইপিএলের স্টার্টিং ব্লকে কলকাতা নাইট রাইডার্স। গত 10 বছর আইপিএল ট্রফি নেই নাইটদের ক্যাবিনেটে। আর তাই পার্পল জার্সিতে দু’বারের ট্রফি জয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে ফিরিয়ে নিয়ে এসে নতুনভাবে শুরু করতে চাইছে কেকেআর ! মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে নাইটদের সাজঘরে ফিরে এসে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর অবশ্য বলেন, “কেকেআর আমাকে সফল নেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। আমি কেকেআরকে সফল তৈরি করিনি।”

একই সঙ্গে গম্ভীর বলেন, “আবেগ, সততা, ত্যাগ, স্বার্থপরহীনতা যে তিনটে মানুষকে দেখে আমি শিখেছি তাঁরা হলেন, দ্রে রাস আন্দ্রে রাসেল, রায়ান টেন দুসখাটে এবং সুনীল নারিন।” প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, “আমাকে সামলানো মোটেই সহজ কাজ নয়। নানারকম বায়নাক্কা, একগুয়েমি, ইগো সমস্যা সত্ত্বেও আমার হাতে দল তুলে দিয়ে বলা হয়েছিল হয় গড়ে তোলো, নয় ভেঙে ফেল। শাহরুখ খানের কাছ থেকে সততা, আত্মসম্মান বোধ এবং প্রত্যেকের সঙ্গে সম মনোভাব দেখানোর মানসিকতাও আমি শিখেছি।”

গম্ভীরের দাবি, “আমি কথা দিচ্ছি নিজেদের সম্মানের জন্য আমরা লড়ব। আপনাদের সম্মানের জন্য লড়ব। আমাদের সমর্থন করুন। আমরা সবকিছু উজার করে দেব আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য।” মেন্টরের মানসিকতার ছোঁয়াচ অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও। গত মরসুমে চোটের জন্য খেলতে পারেননি। এবছর ফিট হয়ে ফিরে প্রথম থেকে খেলার ব্যাপারে আশ্বস্ত করছেন। নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানের মঞ্চে বসে নাইট নেতা বলছেন, “আমি সম্মানিত এবং আনন্দিত এমন একটি দলের নেতা হতে পেরে আমি আশাবাদী। অসাধারণ কোচ রয়েছে আমাদের দলে। যারা কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় তা শিখিয়েছে। কোচ এবং মেন্টর দু’জনেই অসাধারণ। আশাকরি আমরা ট্রফি জিততে পারব।”

Shares:

Related Posts

IPL

PBKS vs RR Pitch কেমন হবে জানতে হলে নীচের বিজ্ঞাপন লক্ষ্যে করুন ?

আইপিএলের শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পাঞ্জাব কিংস রয়েছে আটে। চলতি আইপিএলে মুল্লানপুরে নতুন স্টেডিয়ামে পিচের যা চরিত্র তাতে
IPL

Toss fixing in RCB vs MI match:

শ্রীনাথ কি সত্যিই টস গোলমাল করে MI-কে টস জিতিয়েছেন? অভিযোগ যথাযথ প্রমাণ হয়েছে কিনা দেখে নিন এক নজরে,সামনে এল ভিডিয়ো। ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা নতুন কিছু নয়। তবে টস
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
IPL

Ipl 2024,LSG vs DC Dream11 Top team:

পাওয়ার প্লেতে নিজের তৃতীয় ওভারের শুরুটা দুরন্ত এক বাউন্সারের মাধ্যমে করেছিলেন খলিল। প্রথম বলেই তীক্ষ্ণ বাউন্সারে দেবদূত পাড়িক্কালকে ব্যাকফুটে পাঠিয়ে দেন তিনি। ঠিক পরের ফুল লেংথ বলেই এলবি হন পাড়িক্কাল।