in ,

KKR: রোহিত নয়, মুম্বইয়ের আরেক তারকা ক্রিকেটারকে নেতৃত্বের প্রস্তাব দিল কেকেআর?

#image_title

আগের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খুইয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে।‌ প্রাক্তন এবং বর্তমানের মনোমালিন্যের প্রভাব পড়ে দলের পারফরমেন্সে। প্লে অফ দূর অস্ত, লাস্টবয় হয় মুম্বই। যদিও টি -২০ বিশ্বকাপে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেন রোহিত এবং হার্দিক। তবে বোঝাই গিয়েছিল, পরের আইপিএলে আর মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে তাঁর কাছে। তারমধ্যে প্রথমেই রয়েছে দিল্লি ক্যাপিটলস। আগামী আইপিএলে সৌরভ গাঙ্গুলির কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে, রোহিতের দিল্লি যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও প্রবলভাবে ঘুরছিল কলকাতা নাইট রাইডার্সের নাম। শোনা যাচ্ছিল, রোহিতকে নেতা হিসেবে চান গৌতম গম্ভীর। কিন্তু গত কয়েক মাসে অনেক কিছু বদলে গিয়েছে। কেকেআর ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছেন গম্ভীর। একটি রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে, আইপিএল চ্যাম্পিয়ন হলেও শ্রেয়স আইয়ারকে আগামী আইপিএলের অধিনায়ক হিসেবে ভাবছে না কেকেআর কর্তৃপক্ষ। মুম্বইয়ের তারকা ক্রিকেটারের দিকে হাত বাড়িয়েছে নাইটরা। অধিনায়ক হিসেবেই তাঁকে চাইছে তিনবারের চ্যাম্পিয়নরা‌। তবে সেটা রোহিত শর্মা নয়। সূর্যকুমার যাদব।

সদ্য টি-২০ ক্রিকেটে তাঁকে ভারতের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এবার নাকি কেকেআরও তাঁকেই নেতা হিসেবে চাইছে। জানা গিয়েছে, সূর্যর সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে কেকেআরের। পুরোনো দলে ফিরতে ইচ্ছুক তিনি। তার অন্যতম কারণ, রোহিত শর্মা। মুম্বই দলে তাঁর ঘনিষ্ঠ স্কাই। রোহিতের মুম্বই ছাড়া প্রায় নিশ্চিত। তাই সূর্যও সেখানে থাকতে নাও চাইতে পারেন। সেক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ কেকেআর। শোনা যাচ্ছে, মুম্বইয়ে শ্রেয়সের সঙ্গে সূর্যের ট্রেড করতে চাইছে নাইটরা। যদিও কলকাতা নাইট রাইডার্সের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরের আইপিএলের আগে মেগা নিলাম হবে। অনেক কিছুই বদলে যাবে। তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে বুচি বাবুতে মুম্বইয়ের হয়ে খেলছেন সূর্যকুমার এবং শ্রেয়স। বাংলাদেশ সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান দুই তারকা ক্রিকেটার।

Avatar

Written by NewPost

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

যা প্রমো দিল এতে অতল জলে সুদীপার সংসার নয়, অনুরাগ এবার সত্যিই তলিয়ে যাবে!-অনুরাগের ছোঁয়া

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা