IPLখেলা

IPL 2024 Video: ‘আওয়ারা, ছাপরি’ হার্দিক! আমদাবাদে তুমুল কটূক্তির মুখে MI অধিনায়ক

আশাবাদী নমন ধীর। তিনি আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলের ফাইনাল খেলতে পারবে। চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেও আশা ছাড়ছেন না রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের২০১৪, ২০১৫ও ২০১৮ সালে খারাপ শুরু করার পরেও ফিরেছিল মুম্বই। সেই উদাহরণ দিয়েছেন নমন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দলের পরিবেশ এখনও খুব ভাল। সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভাল। এমন নয় যে আমরা সব ম্যাচ হেরে গিয়েছি। এখনও অনেক ম্যাচ বাকি। আশা করছি এ বারও আমরা ফাইনালআইপিএলের দু’সপ্তাহ, কমলা টুপির তালিকায় শীর্ষে কে? কলকাতার কেউ রয়েছেন প্রথম দশে?পাঁচ ম্যাচে চার হার, কোথায় সমস্যা হচ্ছে বেঙ্গালুরুর, জানালেন কোহলিদের প্রধান কোচসূর্যকুমার যাদব প্রথম তিন ম্যাচে না খেলায় নমনকে সুযোগ দিয়েছিল মুম্বই। ভাল খেলেছেন তিনি। দলের বাকিদের ধন্যবাদ দিয়েছেন নমন। তিনি বলেন, “আমি এই দলে খেলতে পেরে খুব খুশি। আমাকে রোহিত ভাই, হার্দিক ভাই অনেক সাহায্য করে। ওরা বলেছে, নিজের উপর বিশ্বাস রাখতে। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। সেটাই করেছি। আশা করছি পরের ম্যাচেও করতে পারব।”চতুর্থ ম্যাচে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে বদল করেছে মুম্বই। সূর্য দলে ফেরায় বাদ পড়তে হয়েছে নমনকে।

Shares:

Related Posts

IPL

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ
IPL

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের 'এল ক্ল্যাসিকো'! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক
IPL

PBKS vs RR Pitch কেমন হবে জানতে হলে নীচের বিজ্ঞাপন লক্ষ্যে করুন ?

আইপিএলের শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পাঞ্জাব কিংস রয়েছে আটে। চলতি আইপিএলে মুল্লানপুরে নতুন স্টেডিয়ামে পিচের যা চরিত্র তাতে
IPL

KKR: রোহিত নয়, মুম্বইয়ের আরেক তারকা ক্রিকেটারকে নেতৃত্বের প্রস্তাব দিল কেকেআর?

আগের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব খুইয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে।‌ প্রাক্তন এবং বর্তমানের মনোমালিন্যের প্রভাব পড়ে দলের পারফরমেন্সে। প্লে অফ দূর অস্ত, লাস্টবয় হয় মুম্বই।