in

দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি

#image_title

২০০৪ থেকে ২০২৪। ‘মার্ডার’-এর পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে।  আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়ান ইমরান।

সালটা ছিল ২০০৪। অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মার্ডার’। যে ছবির নাম শুনলেই যাঁদের কথা মনে পড়ে তাঁরা হলেন ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। চোখে ভেসে ওঠে সেই রোম্যান্স, সেই সাহসী ঘনিষ্ঠ দৃশ্য। ছবির গানগুলিও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছিল। তবে ওই পর্যন্তই। তারপর আর ইমরান-মল্লিকাকে একসঙ্গে দেখা যায়নি। ‘মার্ডার’-এর সেটে নাকি তাঁদের তুমুল ঝগড়া হয়েছিল।

hotest seen

মার্ডার’- মুক্তি পাওয়ার পর ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াতের ফিল্মি রোম্যান্সে দর্শক বুঁদ হয়ে থাকলে বাস্তবে ছবির সেটেই এই জুটির ঝগড়ার কথা শোনা যায়। পরবর্তী সময়ে করণ জোহরের চ্যাট শোয়ে মল্লিকাকে ‘সবচেয়ে খারাপ চুম্বনকারী’ (ব্যাড কিসার) বলে কটাক্ষ করেন ইমরান। এমনকি মল্লিকাকে নিয়ে ব্যঙ্গও করেছিলেন তিনি। পরে করণের শোয়ে এসে মল্লিকাও এর পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন ‘হিস’ ছবির সাপটিও ওঁর থেকে ভালো চুমু খায়।

যদিও এর বহু বছর পর মন্দিরা বেদীকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত অকপটে বলেন, ইমরানের সঙ্গে তাঁর ঝগড় ছিল ভীষণই শিশুসুলভ। তবে আবারও এক হলেন সেই ‘মার্ডার’ জুটি মল্লিকা-ইমরান। তবে বিয়ের অনুষ্ঠানে ইমরান- মল্লিকাকে একসঙ্গে দেখা গেলেও আর কোনও ছবিতে তাঁরা ফের একসঙ্গে কাজ করবেন কিনা, এবিষয়ে তাঁরা কেউই কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত মল্লিকার সঙ্গে ‘মার্ডার’ ছবির পর একের পর সেসময় বলিউডের এক ছবিতে চুম্বনের দৃশ্যে রেকর্ড গড়েছিলেন ইমরান হাশমি। রাজ থ্রি-তে ‘লং কিসার’-এর রেকর্ডও রয়েছে তাঁর। এষা গুপ্তাকে তিনি টানা ২০ মিনিট চুমু খেযেছিলেন। ইমরানকে শেষবার দেখা গিয়েছে সারা আলি খানের সঙ্গে ‘অ্যায় বতন, মেরে বতন’ ছবিতে। তবে মল্লিকা শেরাওয়াত অবশ্য বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দুরেই রয়েছেন।

#@newpost.In

 

Avatar

Written by Anu sahoo

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

দীঘা হোটেলে ধরা পড়লো জঙ্গি:

TRP List Week 14 টিআরপি তালিকায় লড়াই জমে উঠেছে জি বাংলার তিন কন্যের মধ্যে এই সপ্তাহে ফুলকি জগদ্ধাত্রীকে গোল দিয়ে ম্যাচ জিতে নিল পর্না

TRP: IPL কাঁটার মাঝেই পর্ণা-ফুলকির হাড্ডাহাড্ডি লড়াই, বেঙ্গল টপার হল কে? প্রথম তিনে নেই জলসা