IPLখেলা

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর এ কথা বলাই যায়। ইশান্ত শর্মা, মুকেশ কুমারের সৌজন্যে গুজরাট শিবিরে শুরুতেই বড় ধাক্কা লাগে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভয়ঙ্কর স্পিনারও রয়েছে। দাদার আস্তিনে লুকোনো ছিল নতুন অস্ত্র।

গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে হঠাৎই ত্রিস্তান স্টাবসের হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। মূল স্পিনাররা থাকতে হঠাৎ পার্টটাইম স্পিনার কেন! এ মরসুমে তো বোলিংই করেননি। অফস্পিনার স্তাবস ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। পরপর বাউন্ডারি খাওয়ায় রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে যান। এতেই চমক। নবম ওভারের তৃতীয় ডেলিভারিতে তাঁর বোলিংয়ে অভিনব মনোহরকে স্টাম্প করেন ঋষভ

ব্যাটিংয়ে পরিস্থিতি খারাপ হওয়ায় ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে বাধ্য হলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। ইমপ্যাক্টে নামেন শাহরুখ খান। তাঁকে প্রথম বলেই ফেরান স্টাবস। এটিও ঋষভের স্টাম্প। ভাগ্যও সঙ্গ দিয়েছিল। মাত্র এক ওভার বোলিং করানো হয় স্টাবসকে দিয়ে। ২ উইকেট নেন।

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে
টাইম মেশিনে যদি সত্যি ছেলেবেলায় ফেরা যেত! সকলেই এমনটা ভেবে থাকেন। ২০ বছরের নিজেকে দেখে যেন টাইম মেশিনে অতীতেই ফিরে গেলেন রোহিত শর্মা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রোহিত শর্মা। গত বছর ফের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে ভারত। রোহিত নেতৃত্ব দিয়েছেন। টানা দশ ম্যাচ জিতে ফাইনালেও উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিত কি তবে বিশ্বকাপ জেতেননি?

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে সুযোগ পাননি। তবে বিশ্বকাপে খেলেছিলেন রোহিত।

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ রোমারিও শেপার্ড ড্রেসিংরুমে সেই ছবির সঙ্গে হিটম্যানকে মেলানোর চেষ্টা করছিলেন। ২০ বছরের রোহিতের সেই ছবি দেখিয়ে রোমারিও বলেন, ‘কিশোর রোহিত।’ পাল্টা রোহিত বলেন, ‘আরে না, ছোট্ট ছেলে।’

রোহিত দাড়িতে হাত বোলাতে বোলাতে বলেন, ‘তখন আমার দাড়িও ছিল না। সত্যি বলতে, ওই বয়সে আমার দাড়ি সেভাবে উঠতই না। এখন তবু রয়েছে।’ রোমারিওর সঙ্গে মজার কথাতে কিছুক্ষণের জন্য যেন ২০ বছরের রোহিতের সঙ্গে ‘দেখা’ করে নিলেন হিটম্যান।

Shares:

Related Posts

IPL

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম
IPL

বিশ্ব  রেকর্ড গড়লেন PBKS :

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দর্শকদের পয়সা উশুল হয়ে গিয়েছে। ম্যাচের প্রথম বল থেকে টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষ হাসি অবশ্য হেসেছে পঞ্জাব কিংস,
New post

এবার থেকে ৫৬ বছর পরে Free চিকিৎসা হবে:

নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমা সংস্থাগুলি বয়সের কারণ দেখিয়ে আর স্বাস্থ্যবিমা করা আটকাতে পারবে না। চাইলে সংস্থাগুলি প্রবীণ নাগরিক, পড়ুয়া, গর্ভবতীদের আলাদা আলাদা পলিসি তৈরি.চিকিৎসা পদ্ধতির উন্নতির সঙ্গে
দেশ ও বিদেশ

বাতিল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স:

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বুধবার ২৪ এপ্রিল সংবাদপত্রে নতুন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ। এর আগেও আদালতের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। তবে তাদের