in , ,

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

#image_title

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর এ কথা বলাই যায়। ইশান্ত শর্মা, মুকেশ কুমারের সৌজন্যে গুজরাট শিবিরে শুরুতেই বড় ধাক্কা লাগে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভয়ঙ্কর স্পিনারও রয়েছে। দাদার আস্তিনে লুকোনো ছিল নতুন অস্ত্র।

গুজরাট টাইটান্স ইনিংসের নবম ওভারে হঠাৎই ত্রিস্তান স্টাবসের হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। মূল স্পিনাররা থাকতে হঠাৎ পার্টটাইম স্পিনার কেন! এ মরসুমে তো বোলিংই করেননি। অফস্পিনার স্তাবস ওভার দ্য উইকেট বোলিং করছিলেন। পরপর বাউন্ডারি খাওয়ায় রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে যান। এতেই চমক। নবম ওভারের তৃতীয় ডেলিভারিতে তাঁর বোলিংয়ে অভিনব মনোহরকে স্টাম্প করেন ঋষভ

ব্যাটিংয়ে পরিস্থিতি খারাপ হওয়ায় ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে বাধ্য হলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। ইমপ্যাক্টে নামেন শাহরুখ খান। তাঁকে প্রথম বলেই ফেরান স্টাবস। এটিও ঋষভের স্টাম্প। ভাগ্যও সঙ্গ দিয়েছিল। মাত্র এক ওভার বোলিং করানো হয় স্টাবসকে দিয়ে। ২ উইকেট নেন।

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে
টাইম মেশিনে যদি সত্যি ছেলেবেলায় ফেরা যেত! সকলেই এমনটা ভেবে থাকেন। ২০ বছরের নিজেকে দেখে যেন টাইম মেশিনে অতীতেই ফিরে গেলেন রোহিত শর্মা। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রোহিত শর্মা। গত বছর ফের ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে ভারত। রোহিত নেতৃত্ব দিয়েছেন। টানা দশ ম্যাচ জিতে ফাইনালেও উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিত কি তবে বিশ্বকাপ জেতেননি?

উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। ২০০৭ সালের সেই বিশ্বকাপ দিয়েই নেতৃত্বের অভিষেক মাহির। উদ্বোধনী সংস্করণেই টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছিল ভারত। ফাইনালে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন রোহিত শর্মাও। জাতীয় দলে তখন নতুন মুখ। স্বাভাবিক ভাবেই সব ম্যাচে সুযোগ পাননি। তবে বিশ্বকাপে খেলেছিলেন রোহিত।

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ রোমারিও শেপার্ড ড্রেসিংরুমে সেই ছবির সঙ্গে হিটম্যানকে মেলানোর চেষ্টা করছিলেন। ২০ বছরের রোহিতের সেই ছবি দেখিয়ে রোমারিও বলেন, ‘কিশোর রোহিত।’ পাল্টা রোহিত বলেন, ‘আরে না, ছোট্ট ছেলে।’

রোহিত দাড়িতে হাত বোলাতে বোলাতে বলেন, ‘তখন আমার দাড়িও ছিল না। সত্যি বলতে, ওই বয়সে আমার দাড়ি সেভাবে উঠতই না। এখন তবু রয়েছে।’ রোমারিওর সঙ্গে মজার কথাতে কিছুক্ষণের জন্য যেন ২০ বছরের রোহিতের সঙ্গে ‘দেখা’ করে নিলেন হিটম্যান।

Avatar

Written by Subhankar giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

MI vs PBKS DREAM11 PREDICTION