বিনোদনভাইরাল

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা।

1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে ওঠা। অনেকেরই জীবনের অনেকটা সময় কেটে যায় এই লোকাল ট্রেনে। আর বাংলার লোকাল ট্রেনের প্রতিটি কামরা রোজই নতুন নতুন গল্পের জন্ম দেয়। তবে আগেকার মতো সেই দমবন্ধ করা লোকাল ট্রেন আর নেই।

2/5এখন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন হয়ে গিয়েছে বেশ ঝকঝকে। কাঁচের জানালা, কাঁচের দরজাও রয়েছে। তবে সবথেকে বড় কথা লোকাল ট্রেনের সফরের একঘেয়েমি কাটাতে ট্রেনের কামরায় টিভির ব্যবস্থা করা হয়েছে।

3/5মুম্বই, মাইসোরের লোকাল ট্রেনে আগে এই ধরনের ব্যবস্থা ছিল। তবে ২০২২ সাল থেকে বাংলার একাধিক লোকাল ট্রেনে এই টিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এর জেরে রেল সফরে বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা। ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে টিভি বসানো হয়েছে। ২৮ ইঞ্চি টেলিভিশনগুলিতে নানা ধরনের বিষয় দেখানো হচ্ছে।

4/5কখনও সেই টিভিতে টম অ্যান্ড জেরি, চার্লি চ্যাপলিনের সিনেমার খণ্ডচিত্র দেখানো হচ্ছে। সেই সঙ্গে রুচিসম্মত গান ও নাচের দৃশ্যও দেখানো হচ্ছে। মাঝেমাঝে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। রেল সুরক্ষা সম্পর্কিত নানা তথ্যও দেওয়া হচ্ছে এই টিভিতে। ছবি মিন্ট

5/5একটি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই এলসিডি টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের বিনোদনের অন্যতম উপরকরণ হয়ে উঠেছে এই টিভি। যাত্রীদের একাংশের মতে, একটা সময় ছিল যখন ট্রেনে উঠেই খবরের কাগজ পড়া শুরু করতেন রেলযাত্রীরা। সেই দিন আর নেই। এখন সবার চোখ থাকে মোবাইলে। তার সঙ্গে যদি ট্রেনের কামরায় একটু টিভি দেখানো হয় তাতে মন্দ কি!

Shares: