Travelভ্রমণ

Digha: দোলের ছুটিতে দিঘা-তাজপুর যাচ্ছেন? পর্যটকদের জন্য বিরাট সুখবর! জানলে বেড়ানোর আনন্দ দ্বিগুণ হবে

*দিঘায় আসা পর্যটকদের জন্য সুখবর। দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের মনোরঞ্জনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের পর এ বার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমা ও চিত্রকলা দিয়ে পর্যটকদের মনোরঞ্জনের জন্য ফুটিয়ে তোলা হচ্ছে পার্ক

*দিঘার পর্যটকদের এক অভিনব উপহার তুলে দিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। প্রমোদতরীর পর এ বার দিঘায় পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে ‘সত্যজিৎ রায় পার্ক’। ইতিমধ্যে ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে। সেজে উঠছে ‘সত্যজিৎ রায় পার্ক’

*পূর্ব মেদিনীপুর জেলার দিঘা। ভ্রমনপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দিঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিঘা শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না, সরকারি উদ্যোগে একের পর এক প্রকল্পের বাস্তবায়নে দিঘা হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পষ্ট

*সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস বিশ্ববাংলা উদ্যান ও মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। এ বার সেই দিঘায় পর্যটকদের মনোরঞ্জন করতে হাজির ‘হীরক রাজার দেশে’-র বিখ্যাত চরিত্ররা।

*রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় একাধিক প্রকল্পের বাস্তবায়নে দিঘায় রূপ সৌন্দর্য আরও বেড়েছে। সৈকত লাগোয়া সাজানো গোছানো একাধিক পার্ক। মেরিন ড্রাইভ জগন্নাথ মন্দির সব মিলিয়ে দিঘার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে।

*বর্তমানে দিঘা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। দিঘা আগের থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। ইয়াস পরবর্তী সময়ে দিঘার রূপ একেবারেই বদলে গিয়েছে, যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

*এ বার সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপী গাইন বাঘা বাইন সহ সত্যজিৎ রায়ের চিত্রকলা দিঘায় বিশ্ববাংলা পার্কের রূপসজ্জায় শোভা পাবে।

*দিঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য এই পার্ক গড়ে তোলার কাজ চলছে। ওল্ড দিঘার বিশ্ববাংলা -২ পার্কের কাছে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা অপরদিকে গুপি-বাঘার সঙ্গে হীরক রাজার দেশে হীরক রাজার রাজধানীতে ঘুরে বেড়ানোর স্বাদ আস্বাদন করতে পারবেন পর্যটকেরা।

*দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার তথা কাঁথি মহকুমা প্রশাসক শৌভিক ভট্টাচার্য জানান, ‘পর্যটকদের কথা ভেবে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধারার চেষ্টা ‘করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি করা বিভিন্ন ছবির কিছু চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামীতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

*রাজ্য সরকার উদ্যোগী রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার। ইতিমধ্যে ঝাঁ-চকচকে রাস্তা, সাউন্ড সিসটেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি, পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে আগামীকে কয়েক মাসের মধ্যে দিঘার রূপ একেবারেই বদলে যাবে, যা পর্যটকদের আরও আকর্ষিত করবে।

Shares:

Related Posts

Nothing Found! Ready to publish your first post? Get started here.