in ,

Didi No 1: “বয়কট দিদি নম্বর-১” স্লোগানে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, সমালোচনার মুখে পড়ে কি বললেন রচনা?

#image_title

Didi No 1: “বয়কট দিদি নম্বর-১” স্লোগানে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, সমালোচনার মুখে পড়ে কি বললেন রচনা?
ভারতের প্রেক্ষাপটে লজ্জা জনক এই ঘটনাটি কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত রয়েছে গোটা দেশ। ছাত্র সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দল, অভিনয় জগতের তারকা, এমনকি সাধারণ মানুষও এই লজ্জা জনক ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

গত ৯ই অগাস্ট ৩১ বছর বয়সী পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায় নিজের শিক্ষা প্রতিষ্ঠানে। তবে দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখার পরেও প্রাথমিকভাবে সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল হসপিটাল কতৃপক্ষের তরফ থেকে। মিডিয়া সূত্রে খবর, আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই কাজটি করেছিলেন। পরে অবশ্য স্পষ্ট হয় ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর অধ্যক্ষ পথ থেকে পদত্যাগ করেন সন্দ্বীপ ঘোষ।

ভারতের প্রেক্ষাপটে লজ্জা জনক এই ঘটনাটি কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত রয়েছে গোটা দেশ। ছাত্র সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দল, অভিনয় জগতের তারকা, এমনকি সাধারণ মানুষও এই লজ্জা জনক ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে। প্রতিনিয়ত ধর্মঘট এবং জনসভায় দোষীদের শাস্তি কামনা করছেন গোটা দেশ। এমনকি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনার তীব্র নিন্দা করেছেন।

তবে এই প্রতিবাদ কাণ্ডে অংশ নিতে কয়েকজন সেলিব্রেটি রীতিমতো সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমীদের দ্বারা। আর এই সমস্ত সেলিব্রেটিদের মধ্যে রয়েছে রচনা ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ সায়নীর মতো তারকা অভিনেত্রীরা। প্রথমদিকে এই নিন্দনীয় ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে মায়া কান্না করেন রচনা ব্যানার্জি। এরপর আর জি কর কান্ডের দোষীদের শাস্তি কামনা করেন তিনি।

যেটি সম্পূর্ণভাবে নাটক ছিল বলে মনে করছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা এবং সাধারণ মানুষ। যার পরিপ্রেক্ষিতে রচনা ব্যানার্জীর রিয়েলিটি শো তথা জি বাংলার “দিদি নাম্বার ওয়ান” বয়কটের ডাক দেন সাধারণ মানুষ। আর এরপর একের পর এক অডিশন বন্ধ করতে হয়েছে জি বাংলাকে। গত ১০ বছর ধরে রচনা ব্যানার্জি এই রিয়েলিটি শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলে আসছেন। তবে রচনা ব্যানার্জীর নাটক দেখে অনেকেই সোশ্যাল মিডিয়া লিখেছেন,”সময় হয়েছে দিদি নম্বর ওয়ানকে বর্জন করার”। অনেকেই লিখেছেন,”আর কি কারোর দিদি নম্বর ওয়ান শো-তে যাওয়ার ইচ্ছা আছে?

Avatar

Written by NewPost

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

RG Kar Hospital Incident আরজি কর কাণ্ড

RG Kar Hospital: আরজি করে শিশু পাচার মামলা, চার বছর আগের অভিযোগ