পশ্চিমবঙ্গ

Civic Volunteer – নবান্নের বড় ঘোষণা! পুজোর আগেই বোনাস বাড়ানো হল সিভিক ভলান্টিয়ারদের

Civic Volunteer সিভিক ভলেন্টিয়ার

Civic Volunteer: প্রায় কিছুদিন ধরেই রাজ্য ছাড়িয়ে সারা দেশের জনগণের কাছে একটাই খবর কান পাতলে শোনা যায়, আর তা হলো আর জি কর ঘটনায় নৃশংস ডাক্তারের খুন। আর এই ঘটনার কেন্দ্রবিন্দু হিসাবে এখনো পর্যন্ত যাকে দোষী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সে হলো একজন কর্মরত সিভিক পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনার শুনানি চলছে এবং তার সাথে আরো অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরমধ্যেই রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি সাধারণ মানুষের মধ্যে আরও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার কারণ রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের অ্যাড হক বোনাস আরো বৃদ্ধি করা হবে। যেহেতু সামনেই দুর্গাপুজো আর কয়েক দিনের অপেক্ষামাত্র তাই তার আগেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর এই যে তাদের অ্যাড হক বোনাস এবার আরো কিছুটা বাড়ানো হবে।

Civic Volunteer সিভিক ভলেন্টিয়ার
Civic Volunteer সিভিক ভলেন্টিয়ার

তবে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার পরপরই সাধারণ মানুষ কিছুটা অসন্তুষ্টই হয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু একদিকে আর জি কর ঘটনাকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ার বা Civic Volunteer যুক্ত রয়েছে তাই এমন একটি ঘটনার মধ্যে একজন দায়িত্বশীল সিভিক ভলেন্টিয়ার যেখানে যুক্ত হয়ে যায় তাই সেই পদের কর্মীদের এখনই বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করাটা রাজ্য সরকারের সঠিক কাজ বলে মনে করছেন না জনগণ। বুধবার এই সংক্রান্ত নোটিশ জারি করেছেন নবান্ন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল এবার অ্যাড হক বোনাস বাবদ মোট ৬ হাজার টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা। এতদিন পর্যন্ত অর্থাৎ ২০২২ ও ২০২৩ অ্যাড হক বোনাস হিসেবে ৫৩০০ টাকা করে পেতেন। অর্থাৎ এই বছর থেকে তাদের আরো বাড়তি ৭০০ টাকা বোনাস বৃদ্ধি পেল। সিভিক ভলেন্টিয়ারদের এই অ্যাড হক বোনাস চালু হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বর থেকে।

 

তখন থেকে এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর রয়েছে। যদিও প্রথমদিকে বোনাস শুরু করার প্রথমার্ধে সিভিক ভলেন্টিয়ারদের বা Civic Volunteer বোনাস ছিল মাত্র ২ হাজার টাকা সেখান থেকে গত দুই বছর ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে আর এবছর আরো ৭০০ টাকা বৃদ্ধি করা হলো অর্থাৎ এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা অ্যাড হক বোনাস হিসাবে ৬০০০ টাকা করে পাবেন।

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলান্টিয়াররা ২ হাজার পাচ্ছেন, বোনাস নিয়ে ঐরকম বৈষম্য তৈরি করার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি বলেছিলেন বিরোধী দলনেতা রাজনৈতিক অশান্তি সৃষ্টি করার জন্যই এমন বক্তব্য রাখছেন।

 

তবে এই বুধবার বিজ্ঞপ্তি জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবার থেকে রাজ্য ও কলকাতায় সিভিক ভলেন্টিয়াররা বা Civic Volunteer একই রকম বোনাস পাবেন এবং শুধু পাবেনই না এই বছর থেকে ৬০০০ টাকা করে বোনাস পাবেন। এই বিজ্ঞপ্তি শোনার পর সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই খুবই খুশি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজ্ঞপ্তিকে সাধুবাদ জানিয়েছেন।

তবে জনগণের মধ্যে যেহেতু আর জি কর ঘটনাকে কেন্দ্র করে এখনোও অসন্তোষ জারি রয়েছে। তাদের কথা অনুযায়ী যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই অপরাধের অপরাধীদের আইনত শাস্তি না পাওয়া পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের বা Civic Volunteer বোনাস বৃদ্ধি করা এখনই সঠিক করেননি মাননীয়া মুখ্যমন্ত্রী।

এমন আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এই পেজে.

Shares:

Related Posts

New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
নিউজ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা
পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
নিউজ

 West   Medinipur Weather Update :  বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

Edit by_ New post.in আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস