বিনোদন

Chota Miya Bade Miya: প্রথমবার পর্দায় একসঙ্গে অক্ষয় কুমার ও টাইগার শ্রপ..

পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের দুই অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফকে (Tiger Shroff)। ইতিমধ্যেই দর্শকেরা জেনে ফেলেছেন যে, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (Bade Miyan Chote Miyan) ছবিতে এই দুই তারকা একসঙ্গে অভিনয় করবেন। বলিউডসূত্রে খবর, এই ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর ইদে।

তবে, এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল যে, পর-পর ছবি বক্স অফিস কালেকশনে ব্যর্থ হওয়ায় এই ছবির জন্য় কম পরিশ্রমিক নিচ্ছেন অক্ষয় ও টাইগার। যদিও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির প্রযোজক অবশ্য সাফ সেকথা জানিয়ে দেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়।

.

প্রসঙ্গত, বেশকিছুসময় ধরে বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি অক্ষয় কুমার ও টাইগারের ছবি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ দুটি ছবিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর ব্যর্থতার দায় আবার পুরোটাই অভিনেতার উপর চাপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। তা নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি। তাই বক্স অফিস কালেকশনের দিক থেকে অক্ষয় কুমার বর্তমানে কিছুটা ব্যাকফুটে রয়েছেনই বলা যায়। অন্যদিকে, টাইগার শ্রফের ‘হিরোপন্তি ২’-এরও অবস্থা অনেকটাই তেমন। সেই ছবিও ব্যবসা করতে পারেনি বিশেষ। এরইমধ্যে গুঞ্জন রটেছে যে, লাগাতার ছবি ব্যর্থ হওয়ার কারণে আগামী ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র জন্য পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার.

কিছুদিন আগে এক জনপ্রিয় পোর্টালের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তথ্য প্রকাশ করা হয় যে, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির জন্য পারিশ্রমিক কমিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। কিন্তু প্রযোজক জ্যাকি ভগনানি সেই পোস্টের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়। অক্ষয় কিংবা টাইগার অবশ্য এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুযায়ী তথ্য সামনে আসছে যে, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন দুই তারকা। টাকার অঙ্কটা সত্যিই চোখ কপালে তোলার মতোই। শোনা যাচ্ছে, এই ছবির জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১৪৪ কোটি টাকা। আর টাইগার শ্রফ নিচ্ছেন ৪৫ কোটি টাকা। যদিও নির্মাতাদের পক্ষ .

Shares:

Related Posts

টলিউড

Kanchan-Sreemoyee: বিয়ের বছর ঘোরার আগেই এসেছে সন্তান, এবার দীক্ষা নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী, সংসার ছাড়ছেন নাকি?

প্রেমটা বহুদিনের তবে বিয়ে করেছেন মাত্র ১ বছর। আবার বিয়ের বছর ঘোরার আগেই বাবা-মা হয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছোট্ট কৃষভির বয়স এখন মাত্র আড়াই। এরই মাঝে নতুন
Serial

নিম ফুলে বারবার সেম কাহিনী দেখানো হয় এর প্রতিবাদ করে লিখলেন এক দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধুর থেকে প্রতিপক্ষ ধারাবাহিক অনেক বেশি ভালো হয় এমন দাবি করে নিম ফুলের মধুর কিছু সমালোচনা করেন একজন দর্শক এর আগে একবার দেখানো
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
বিনোদন

TV in Local Train: বাংলার লোকাল ট্রেনে টিভি, মন ভালো করা বিনোদন! চলছে কার্টুন, আর কী কী থাকছে?

একঘেয়ে সফর আর নয়। লোকাল ট্রেনে চলছে টিভি। চলছে কার্টুন। শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা। 1/5ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ট্রেন। রোজকার কর্মস্থলে যাওয়া। কিংবা কলকাতায় অফিস সেরে ক্লান্ত শরীরে ব্যান্ডেলগামী লোকাল ট্রেনে