in ,

BJP ফ্লেক্সি পুড়িয়ে দেওয়ার অভিযোগ TMC ওপর:

#image_title

নির্বাচনী প্রচার একেবারে শেষ লগ্নে। জোর কদমে চলছে প্রস্তুতি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ৩ কেন্দ্রে। তার আগে ২ জায়গায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। বিষ্ণুপুর এবং বলাগড়ে বিজেপির পোস্টার পোড়ানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল.

লোকসভা উপলক্ষে বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছিল বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের ছবি ও পতাকা ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে, এদিনই বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোরে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল ফ্লেক্স, হোর্ডিং। তাতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি ছিল। সে সব ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, গতকাল বলাগড় জুড়ে রামনবমীর উৎসব পালিত হয়। এরপর গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করে। ঘটনা জানাজানি হতেই আজ সকালে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান। এই ঘটনায় বলাগড় থানায় অভিযোগ জানায় বিজেপি।

এবিষয়ে বিজেপির যুব মোর্চার সম্পাদক চিরঞ্জিত রায় বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়ের ৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরে ফ্লেক্স ছিল। সেগুলি আগুনে পুড়িয়ে দিয়েছে শাসক দলের লোকজন। তবে এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’ জিরাট মণ্ডলের বিজেপি সম্পাদক অনিমেষ দেবনাথের অভিযোগ, গতকাল রামনবমীর শোভাযাত্রায় প্রচুর মানুষ হয়েছে। তা দেখে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাই এসব করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অন্যদিকে, নদিয়ার  নবদ্বীপে তৃণমূলের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নবদ্বীপ শহরের ৫ নং ওয়ার্ডের প্রতাপনগর বাজার এলাকায় এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর ঝন্টু লাল দাস সহ নবদ্বীপ থানার পুলিশ।তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই সব কাজ করেছে।

Avatar

Written by Subhankar giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :