New postOccasion

Bhai Phonta 2024 Tithi: ভাইফোঁটা ২০২৪-র দ্বিতীয়া কখন দেখে নিন সময়, তারিখ

ভাইফোঁটার এই উৎসবে যে শুধু বাঙালিই গা ভাসায় তা নয়। সঙ্গে গা ভাসায় দেশের বহু এলাকার মানুষও। দেশের বহু অংশে এই উৎসব ভাই দুজ নামে খ্যাত। দেখে নেওয়া যাক, এবারের ভাইফোঁটায় দ্বিতীয়া ও প্রতিপদ তিথি কখন পড়েছে?

ভাইফোঁটা কবে পড়েছে?
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। মূলত, এপার বাংলায় দ্বিতীয়া তিথিতে পালিত হলেও, পূর্ব বঙ্গের বহু মতে প্রতিপদেও ভাইফোঁটা পালিত হয়। দুই বাংলার ভাইফোঁটার ছড়ার লাইনও আলাদা! ভাইবোনের সম্পর্কের অটুট আনন্দকে উদযাপন করে এই উৎসব। ভাইফোঁটার এই উৎসবে যে শুধু বাঙালিই গা ভাসায় তা নয়। সঙ্গে গা ভাসায় দেশের বহু এলাকার মানুষও। দেশের বহু অংশে এই উৎসব ভাই দুজ নামে খ্যাত। দেখে নেওয়া যাক, এবারের ভাইফোঁটায় দ্বিতীয়া ও প্রতিপদ তিথি কখন পড়েছে?

 

#ভাইফোঁটা

ভাইফোঁটার দ্বিতীয়া তিথি ও প্রতিপদ কখন পড়ছে?

ভাইফোঁটার দ্বিতীয়া তিথি পড়ছে ১৭ কার্তিক অর্থাৎ ৩ নভেম্বর। সেদিন রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর ১৬ কার্তিক থেকে। সন্ধ্যা ৬ টা৫৩ মিনিট ২৪ সেকেন্ড থেকে এই তিথি শুরু হচ্ছে। দ্বিতীয়া তিথি শেষ হবে ৩ নভেম্বর ১৭ কার্তিক। সেদিন রাত্রি ৮ টা ১৫ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয়া রয়েছে।

প্রতিপদ তিথি ১ নভেম্বর ১৫ কার্তিক সন্ধ্যায় শুরু হচ্ছে। সেদিন সেদিন সন্ধ্যা ৫ টা ৮ মিনিট ৮ সেকেন্ড থেকে প্রতিপদ শুরু হচ্ছে। প্রতিপদ শেষ হচ্ছে ২ নভেম্বর, ১৬ কার্তিক রাত্রি ৬ টা ৫৩ মিনিট ২৩ সেকেন্ডে।

ভাইফোঁটার ছড়া:-

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’। বহু বাড়িতে এই ছড়া,’ প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা’ বলে পালন করা হয় ভাইফোঁটা। নীতে শব্দের আভিধানিক অর্থ নিমন্ত্রণ। সেটাই এখানে লোকমুখে হয়ে উঠেছে নিতা।

ভাইফোঁটার নিয়ম:-

এমন দিনে ভাই ছদি ছোট হয়, তাহলে তাকে ধান দুর্বাঘাস দিয়ে আশীর্বাদ করে বোন। ভাইয়ের কপাল বাঁ হাত দিয়ে ফোঁটা দেওয়া হয়। ফোঁটা যখন দেওয়া হবে, তখন ভাইয়ের মুখ উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে হবে। বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে হবে। ভুলেও মাটিতে বসবেন না কেউই। কোনও আসন পেতে এদিন ভাইফোঁটা দিতে বসতে হবে।

Shares:

Related Posts

New post

আরজি কর কাণ্ডের পর এবার মুখ খুললেন চিরঞ্জিত

আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনা বর্তমানে আর বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। চারদিকে চলছে
New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
New post

‘স্ত্রী২’ সিনেমার ‘সরকাটা’ আসলে কে?

‘স্ত্রী’ সিনেমার থেকেও অনেক বেশি সাড়া পাচ্ছে ‘স্ত্রী ২’ (Stree 2)। মুক্তির পর থেকেই কার্যত প্রত্যেকদিন কোটি কোটি টাকা উপার্জন করছে এই সিনেমা। সিনেমার প্রধানতম ভিলেন এবং অন্যতম আকর্ষণ সরকাটা।