Serialসিরিয়াল

গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী! নজর কাড়লো খলনায়ক ⁉️

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা তে নায়ক চরিত্রে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক, যদিও এই কাজটি তার প্রথম নয় এর আগে শ্রীময়ী ধারাবাহিকটি করেছিলেন তিনি এবং সেই ধারাবাহিকে ডিংকা চরিত্রে কাজ করে সেই কাজটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

তবে সপ্তর্ষি দ্বিতীয় অভিনীত ধারাবাহিক টির নাম বারবার উঠে আসে প্রকাশ্যে, কারণ এই ধারাবাহিকে প্রোমো থেকে শুরু করে প্রথমে সপ্তর্ষিকে নায়ক হিসেবে প্রেজেন্ট করা হয়, কিন্তু মাঝপথে সোনা মনি সাহার নায়ক হিসেবে প্রতীক কে ধারাবাহিকে এন্ট্রি করানো হয়, সপ্তর্ষি হয়ে যায় সাইড নায়ক। সপ্তর্ষির ভক্তরা এই বিষয়টি মানতে পারেন নি। তাদের পছন্দের নায়কের এইরকম হেনস্তা দেখে তারা চেয়েছিলেন নতুন কোন ধারাবাহিকে ফিরে আসুন সপ্তর্ষি। তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে।

জি বাংলার নতুন প্রজেক্টে ফিরে আসছেন সপ্তর্ষি। এই ধারাবাহিকের সপ্তর্ষির সাথে ঋতব্রতাকে দেখা যাবে। এই ধারাবাহিকের প্রথম ঝলক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অধর্ম ও অন্যায়ের বিনাশ করতে আসছে অষ্টমী। এই প্রোমো তে নায়ক নায়িকার চাইতে ও ধারাবাহিকের খলনায়ক দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের।

দর্শকের মধ্যে কিছু কিছু মানুষ তো আবার বলেছেন যে, ধারাবাহিকের প্রোমো দেখে কেমন ভয় লাগছে! কারোর কথায় গায়ে কাঁটা দেওয়া প্রোমো। কেউ আবার বলছেন যে, “বিশ্বাসনেই লীনা পিসির সিরিয়াল ওই বুড়ো খলনায়কের সাথেই হয়তো নায়িকার বিয়ে দিয়ে দেবে।”

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন জানিয়েছেন যে, গৌরী এলোর পর আবার নতুন ধারাবাহিক এসেছে,যেটা অতি লৌকিক,ঐ নেটিজেনদের কথায়,“শীতলা অষ্টমীর দিনেই সামনে এল সিরিয়ালের প্রোমো। প্রথম ঝলকে অবশ্য নায়ক সপ্তর্ষি নয়, নজর কাড়ল গল্পের খলনায়ক। গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী।
#zeebanglamytho”

Shares:

Related Posts

বিনোদন

বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের

‘নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’ মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল
Serial

রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা! এখন কেমন আছেন কথা সিরিয়ালের A V?

শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক
সিরিয়াল

Geeta LLB New Episode:   দিদির কারসাজিতে জিততে পারবে তো নায়িকা….

মাত্র কদিন হয়েছে শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা গীতা এলএলবি। কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই নতুন গল্প। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পদ্ম ওরফে গীতার প্রথম এমন ক্লায়েন্ট
Serial

Anurager Chhowa Promo Latest Episode:  অর্জুন-দীপার বিয়ে দেখাতেই চটে লাল দর্শকরা! কী হল হঠাৎ…….

newpost.in # Newpost.in অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখন বেশ টানটান একটি পর্যায় দাঁড়িয়ে আছে। আর হবে নাই বা কেন, যে জুটিকে নিয়ে গল্প শুরু হয়েছিল তাদের ভাঙন দেখানো হল যে। ইতিমধ্যেই