Serialসিরিয়াল

গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী! নজর কাড়লো খলনায়ক ⁉️

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা তে নায়ক চরিত্রে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক, যদিও এই কাজটি তার প্রথম নয় এর আগে শ্রীময়ী ধারাবাহিকটি করেছিলেন তিনি এবং সেই ধারাবাহিকে ডিংকা চরিত্রে কাজ করে সেই কাজটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

তবে সপ্তর্ষি দ্বিতীয় অভিনীত ধারাবাহিক টির নাম বারবার উঠে আসে প্রকাশ্যে, কারণ এই ধারাবাহিকে প্রোমো থেকে শুরু করে প্রথমে সপ্তর্ষিকে নায়ক হিসেবে প্রেজেন্ট করা হয়, কিন্তু মাঝপথে সোনা মনি সাহার নায়ক হিসেবে প্রতীক কে ধারাবাহিকে এন্ট্রি করানো হয়, সপ্তর্ষি হয়ে যায় সাইড নায়ক। সপ্তর্ষির ভক্তরা এই বিষয়টি মানতে পারেন নি। তাদের পছন্দের নায়কের এইরকম হেনস্তা দেখে তারা চেয়েছিলেন নতুন কোন ধারাবাহিকে ফিরে আসুন সপ্তর্ষি। তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে।

জি বাংলার নতুন প্রজেক্টে ফিরে আসছেন সপ্তর্ষি। এই ধারাবাহিকের সপ্তর্ষির সাথে ঋতব্রতাকে দেখা যাবে। এই ধারাবাহিকের প্রথম ঝলক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অধর্ম ও অন্যায়ের বিনাশ করতে আসছে অষ্টমী। এই প্রোমো তে নায়ক নায়িকার চাইতে ও ধারাবাহিকের খলনায়ক দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের।

দর্শকের মধ্যে কিছু কিছু মানুষ তো আবার বলেছেন যে, ধারাবাহিকের প্রোমো দেখে কেমন ভয় লাগছে! কারোর কথায় গায়ে কাঁটা দেওয়া প্রোমো। কেউ আবার বলছেন যে, “বিশ্বাসনেই লীনা পিসির সিরিয়াল ওই বুড়ো খলনায়কের সাথেই হয়তো নায়িকার বিয়ে দিয়ে দেবে।”

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন জানিয়েছেন যে, গৌরী এলোর পর আবার নতুন ধারাবাহিক এসেছে,যেটা অতি লৌকিক,ঐ নেটিজেনদের কথায়,“শীতলা অষ্টমীর দিনেই সামনে এল সিরিয়ালের প্রোমো। প্রথম ঝলকে অবশ্য নায়ক সপ্তর্ষি নয়, নজর কাড়ল গল্পের খলনায়ক। গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা অষ্টমী।
#zeebanglamytho”

Shares:

Related Posts

Serial

এক ধাক্কায় অনেক টিআরপি কমবে অনুরাগের! সূর্য ইরার বিয়ের কথা শুনে বলছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সূর্য এবং ইরা একে অপরকে বিয়ে করলো। অন্যদিকে লাবণ্য সূর্যকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো কিন্তু সেই
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
সিরিয়াল

যা প্রমো দিল এতে অতল জলে সুদীপার সংসার নয়, অনুরাগ এবার সত্যিই তলিয়ে যাবে!-অনুরাগের ছোঁয়া

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক একসময় বঙ্গ সেরা থাকলেও বর্তমানে এই ধারাবাহিকের গল্প দেখে রীতিমত বিরক্ত দর্শক। ধারাবাহিকে যখনই নায়ক-নায়িকার মধ্যে মিল হওয়ার এতটুকু সম্ভাবনা তৈরি হয়
সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না