Serialসিরিয়াল

বয়কট অনুরাগের ছোঁয়া! সূর্য ইরা জুটি দেখতেই চাইছেন না দর্শক! কী করবেন এবার নির্মাতারা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া, অলটাইম স্লড লিডার এই ধারাবাহিক একাধিকবার বঙ্গ সেরা হয়েছে। প্রচুর মানুষ এই ধারাবাহিক ভালবাসেন প্রচুর মানুষ এই ধারাবাহিকের জুটিকে ভালোবাসেন, এই ধারাবাহিকে দীর্ঘ সময় ধরে সূর্য এবং দীপার মধ্যে ভুল-বোঝাবুঝি চলে কিন্তু তা সত্ত্বেও এই ধারাবাহিকের টিআরপি কখনো পড়েনি। তবে এইবার মনে হচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি হেরে যাবে এবং প্রতিপক্ষে থাকা ধারাবাহিকটি জিতে যাবে।

কারণ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প‌ই হবে এই ধারাবাহিকের ধ্বংসের প্রধান কারণ। ধারাবাহিকটি দেখতে শুরু করেছেন দর্শকরা যে মুগ্ধতা নিয়ে, যে জুটির গল্প নিয়ে মাঝ পথে যদি দেখানো হয়, সেই জুটি ভেঙ্গে নতুন জুটি তৈরি হচ্ছে, তাহলে দর্শকদের রাগ হওয়া স্বাভাবিক! আর সেই কারণে প্রচুর পরিমাণে অনুরাগের ছোঁয়ার ভক্ত এই ধারাবাহিক থেকে মুখ সরিয়েছেন ভক্তরাই হ্যাশ ট্যাগ দিয়ে বয়কট লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

Anurager Chowa

আসলে সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো দিয়েছে , যেখানে দেখা যাচ্ছে যে, ভয়ংকর চাপের ফলে এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে সূর্য বাধ্য হয় ইরার সিঁথিতে সিঁদুর দিতে।

এই প্রোমো দেখার পরেই দর্শক রেগে যাচ্ছেন তারা বলছেন এর চাইতে মিশকার সাথে মিল হওয়া ভালো ছিল।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“তোরা স্বামী স্ত্রী ঝগড়া করবি, ভুল বুঝবি, আবার একসাথে মিলে যাবি! তোরা কেন তৃতীয় কাউকে বিয়ে করবি?#boycottanuragerchoya”

একজন কমেন্ট করে সরাসরি লিখেছেন যে,“গর্জে উঠো অনু ফ্যানরা
সমান তালে আওয়াজ হোক বয়কটের…অর্জুন ক্যারেক্টার, ইরা ক্যারেক্টারএসেছে,আমরা মেনে নিয়েছি…তাই বলে সুদীপার মিল হবে না,কিংবা সূর্য ইরা,অর্জুন দীপা…এসব জুটি দেখতে পারবো না…।

সমান তালে বয়কট হোক অনুরাগেরছোঁয়া..#boycott_anurager_chuya#boycott_starjhalsha#boycott_svf_television প্রতিবাদ করো সবাই মিলে..জেগে উঠো,গর্জে উঠো অনুরাগ ফ্যানেরা(এসব ফালতু ইরা সূর্যের বিয়ের ট্র্যাক বন্ধ হোক)”

Shares:

Related Posts

Serial

অনুরাগের পর সর্বোচ্চ টিআরপি দেওয়া সিরিয়াল নিম তাই তাকে দূর্বল ভাবা বোকামি!-নিম ভার্সেস উড়ান টক্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। বরাবর এই ধারাবাহিক টি আর পিতে ভালো ফল করেছে, কিন্তু সম্প্রতি এই ধারাবাহিককে নিয়ে প্রতিপক্ষ চ্যানেলের কিছু ভক্তদের সাথে ঝামেলা বেঁধেছে। প্রতিপক্ষ চ্যানেলের
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব 14 জানুয়ারি ফুল এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Serial

অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব-15-জানুয়ারি-ফুল-এপিসোড-অনুরাগের-ছোঁয়া-আজকের-পর্ব

অনুরাগের ছোঁয়া সিরিয়াল, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব, অনুরাগের ছোঁয়া সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল আজকের পর্ব অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ফুল এপিসোড, অনুরাগের ছোঁয়া
সিরিয়াল

মহারাজের জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখে বলছেন বিরক্ত দর্শক!

নায়ক নায়িকার গল্পের মধ্যে রসায়ন যখন জমে আসবে তখনই নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়বে তৃতীয় পক্ষ। সে হবে নায়কের প্রাক্তন প্রেমিকা অথবা নায়িকার প্রাক্তন প্রেমিক, এই দুটোর কোনটাই যদি না
Serial

রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা! এখন কেমন আছেন কথা সিরিয়ালের A V?

শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক