সিরিয়াল

Anurager Chhowa Promo Latest Episode:  অর্জুন-দীপার বিয়ে দেখাতেই চটে লাল দর্শকরা….

Newpostin

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখন বেশ টানটান একটি পর্যায় দাঁড়িয়ে আছে। আর হবে নাই বা কেন, যে জুটিকে নিয়ে গল্প শুরু হয়েছিল তাদের ভাঙন দেখানো হল যে। ইতিমধ্যেই জুনিয়র ইরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সূর্য। অন্যদিকে দীপাও মেয়ে এবং পরিবারের জেদের কাছে হেরে বিয়ে করতে চলেছে অর্জুনকে। এবার?


অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোতে দেখানো হচ্ছে একটি মন্দিরে মুখোমুখি দীপা এবং অর্জুন। দীপার হাতে শাঁখা। আর অর্জুন তাকে সিঁদুর পরিয়ে দিল। মেয়ে রূপা, শ্বশুর এবং বাবা মায়ের দাবিতেই সে আবার বিয়ে করতে রাজি হয়। মন্দিরে তাদের আবার বিয়ে হবে। দীপার জীবনে নতুন করে ভালোবাসার রং লাগবে এই বসন্তে? অন্যদিকে ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে যে নিজেদের প্রাণ বাঁচাতে একটি মন্দিরে বিয়ে সেরে ফেলেছে সূর্য এবং ইরা। এবার এই চারজনের জীবন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। তবে এই নতুন প্রোমো প্রকাশ্যে আসার পরই চটে লাল দ

এক ব্যক্তি রেগে গিয়ে লেখেন, ‘কে এসব গাঁজাখুরি গল্প লেখে? নিজে পাগল দর্শকদেরও পাগল করে দেবে।’ কেউ আবার এই ধারাবাহিক বয়কটের দাবি তোলেন। তিনি লেখেন, ‘গর্জে উঠো অনু ফ্যানরা, সমান তালে আওয়াজ হোক বয়কটের। অর্জুন ক্যারেক্টার, ইরা ক্যারেক্টার এসেছে, আমরা মেনে নিয়েছি। তাই বলে সুদীপার মিল হবে না, কিংবা সূর্য ইরা, অর্জুন দীপা এসব জুটি দেখতে পারবো না।’ আরেকজন লেখেন, ‘শেষমেষ এটা! সত্যি আর কিছু বলার নাই! নাটকটাকে পুরো নষ্ট করে দিচ্ছে , আমরা আমরা এসব আর দেখতে পারবো না! দর্শকদের আবেগকে কোন মূল্য দেয়নি।’ কারও মতে, ‘আমরা ফ্যানরা আর নিতে পারছি না । আজ ১ সপ্তাহ অনুরাগের ছোঁয়া দেখি না । আর দেখতে ভালো লাগে না। বলতে কষ্ট হলেও এটাই সত্যি।’

পড়তে ভুলবেন না

Shares:

Related Posts

Serial

TRP List: কথা-র বাজিমাত! এগিয়ে এল গীতা এলএলবি-ও, ফুলকি-নিম ফুলের মধু কি পারল

আরজি করের মর্মান্তিক ঘটনার ছাপ অল্প হলেও, পড়েছে টিআরপি তালিকায়। দেখুন কে কাকে টক্কর দিয়ে এগিয়ে এল? সপ্তাহের বৃহস্পতিবার দিনটি আসা মানেই ধারাবাহিকের রেজাল্ট আউট। কে কাকে টেক্কা দিয়ে ১
Serial

রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা! এখন কেমন আছেন কথা সিরিয়ালের A V?

শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার শহরের রাজপথে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাচ ভাঙেন এক বাইক
Serial

সোনা রূপা চরিত্র দুটো আসার পরই অনুরাগের ভাগ্য খুলে যায় ৫২ উইক টপারের খেতাবও পায়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে দেখা যায় যে বর্তমানে ইরা ট্র্যাকের শেষ হয়ে কাছাকাছি এসেছে সূর্য দীপা। ঠিক কাছাকাছি এসেছে বললে ভুল বলা যাবে বলা যেতে
সিরিয়াল

Geeta LLB New Episode:   দিদির কারসাজিতে জিততে পারবে তো নায়িকা….

মাত্র কদিন হয়েছে শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা গীতা এলএলবি। কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই নতুন গল্প। বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পদ্ম ওরফে গীতার প্রথম এমন ক্লায়েন্ট