in

Anurager Chhowa Promo Latest Episode:  অর্জুন-দীপার বিয়ে দেখাতেই চটে লাল দর্শকরা….

#image_title
Newpostin

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এখন বেশ টানটান একটি পর্যায় দাঁড়িয়ে আছে। আর হবে নাই বা কেন, যে জুটিকে নিয়ে গল্প শুরু হয়েছিল তাদের ভাঙন দেখানো হল যে। ইতিমধ্যেই জুনিয়র ইরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সূর্য। অন্যদিকে দীপাও মেয়ে এবং পরিবারের জেদের কাছে হেরে বিয়ে করতে চলেছে অর্জুনকে। এবার?


অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোতে দেখানো হচ্ছে একটি মন্দিরে মুখোমুখি দীপা এবং অর্জুন। দীপার হাতে শাঁখা। আর অর্জুন তাকে সিঁদুর পরিয়ে দিল। মেয়ে রূপা, শ্বশুর এবং বাবা মায়ের দাবিতেই সে আবার বিয়ে করতে রাজি হয়। মন্দিরে তাদের আবার বিয়ে হবে। দীপার জীবনে নতুন করে ভালোবাসার রং লাগবে এই বসন্তে? অন্যদিকে ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে যে নিজেদের প্রাণ বাঁচাতে একটি মন্দিরে বিয়ে সেরে ফেলেছে সূর্য এবং ইরা। এবার এই চারজনের জীবন কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। তবে এই নতুন প্রোমো প্রকাশ্যে আসার পরই চটে লাল দ

এক ব্যক্তি রেগে গিয়ে লেখেন, ‘কে এসব গাঁজাখুরি গল্প লেখে? নিজে পাগল দর্শকদেরও পাগল করে দেবে।’ কেউ আবার এই ধারাবাহিক বয়কটের দাবি তোলেন। তিনি লেখেন, ‘গর্জে উঠো অনু ফ্যানরা, সমান তালে আওয়াজ হোক বয়কটের। অর্জুন ক্যারেক্টার, ইরা ক্যারেক্টার এসেছে, আমরা মেনে নিয়েছি। তাই বলে সুদীপার মিল হবে না, কিংবা সূর্য ইরা, অর্জুন দীপা এসব জুটি দেখতে পারবো না।’ আরেকজন লেখেন, ‘শেষমেষ এটা! সত্যি আর কিছু বলার নাই! নাটকটাকে পুরো নষ্ট করে দিচ্ছে , আমরা আমরা এসব আর দেখতে পারবো না! দর্শকদের আবেগকে কোন মূল্য দেয়নি।’ কারও মতে, ‘আমরা ফ্যানরা আর নিতে পারছি না । আজ ১ সপ্তাহ অনুরাগের ছোঁয়া দেখি না । আর দেখতে ভালো লাগে না। বলতে কষ্ট হলেও এটাই সত্যি।’

পড়তে ভুলবেন না

Avatar

Written by Subhankar giri

Leave a Reply

Avatar

Your email address will not be published. Required fields are marked *

T20 World Cup 2024, India Team Squad:

Anti Tank Guided Missile in Sikkim: