IPLখেলা

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন কেকেআরের ব্রিটিশ তারকা। ৯টি ইনিংসে তিনি সাকুল্যে ৩৯২ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৯ রানের। সল্ট এখনও পর্যন্ত ৪৪টি চার ও ২২টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 ইডেনে কেকেআরের বিরুদ্ধে ২৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে উঠে আসেন দিল্লি দলনায়ক ঋষভ পন্ত। ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি সাকুল্যে ৩৯৮ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। পন্তের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। ঋষভ এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৩১টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ যথরীতি নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৫০০ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। তিনি ৪৬টি চার ও ২০টি ছক্কা মেরেছেন। চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় বিরাট রয়েছেন সবার উপরে। ছবি- এএফপি।

রুতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ, চেন্নাই দলনায়ক চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে রুতুরাজ সাকুল্যে ৪৪৭ রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রানের। তিনি ৪৮টি চার ও ১৩টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি। 

Shares:

Related Posts

নিউজ

Modi vs Mamata in ramnavami 2024 in West Bengal:

রামনবমী বন্ধ করার জন্য অনেক  ষড়যন্ত্র করেছিল TMC এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী,মমতার একটি আর্জির পরই বালুরঘাটে দাবি করলেন মোদী.........। পশ্চিমবঙ্গে যাতে রামনবমী পালন না করা যায়, সেজন্য ষড়যন্ত্র করেছিল TMC
IPL

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
New post

চাকরী প্রার্থীদের জন্য বড় খবর, হলদিয়া ছাড়িয়ে এবার কর্মসংবাদের আওতায় আসছে আরও ২ বড় শিল্পাঞ্চল !

শিল্পাঞ্চলের চাকরীপ্রার্থীদের জন্য দারুন সুখবর। হলদিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার কর্মসংবাদের আওতায় আনা হচ্ছে আরও দুই জনপ্রিয় শিল্প শহরকে। ধাপে ধাপে রাজ্যের সর্বত্রই শিল্পাঞ্চলে কাজের হাল হকিকৎ এই পোর্টালের