IPLখেলা

অরেঞ্জ ক্যাপের দৌড়ে  এগোচ্ছেন KKR-এর সল্ট:

আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন কেকেআরের ফিল সল্ট। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন কেকেআরের ব্রিটিশ তারকা। ৯টি ইনিংসে তিনি সাকুল্যে ৩৯২ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৯ রানের। সল্ট এখনও পর্যন্ত ৪৪টি চার ও ২২টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 ইডেনে কেকেআরের বিরুদ্ধে ২৭ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে উঠে আসেন দিল্লি দলনায়ক ঋষভ পন্ত। ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি সাকুল্যে ৩৯৮ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। পন্তের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। ঋষভ এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৩১টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন। ছবি- এএনআই।

 আইপিএল ২০২৪-এর অরেঞ্জ ক্যাপ যথরীতি নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৫০০ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। তিনি ৪৬টি চার ও ২০টি ছক্কা মেরেছেন। চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় বিরাট রয়েছেন সবার উপরে। ছবি- এএফপি।

রুতুরাজ গায়কোয়াড় চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ, চেন্নাই দলনায়ক চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে রুতুরাজ সাকুল্যে ৪৪৭ রান সংগ্রহ করেছেন এখনও পর্যন্ত। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রানের। তিনি ৪৮টি চার ও ১৩টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি। 

Shares:

Related Posts

IPL

IPL 2024, MI vs RCB: ম্যাক্সওয়েলের শূণ্য   রানে হতবাক Kohli! ভাইরাল প্রতিক্রিয়া

অসাধারণ টিম গেমে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের শুভারম্ভ স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলি (Virat Kohli) বনাম
নিউজ

চাকরি  তালিকা দেখতে চাইল মানিক:

এবার সিবিআইয়ের এক্তিয়ারে থাকা নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তুলে EDকে অকর্মণ্য প্রমাণের চেষ্টা করল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শনিবার
নিউজ

BJP একাই ৩৫০ আসন জিততে পারে:

এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবে বিজেপি। এমনকী বিজেপির আসন সংখ্যা ৩৫০-তে পৌঁছে যেতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। আর কংগ্রেস কতগুলি আসনে জিততে পারে? তাও
IPL

শেষ তিন বলে তিনটা ছক্কা খেয়ে  হাদিক বিপাকে পড়লেন :

রোহিতের সেঞ্চুরি৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না। গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু