নিউজপশ্চিমবঙ্গ

ভোর রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু  ৯ জনের:

ভোররাত ৩ টে নাগাদ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে গেল রাজস্থানের ঝালোয়ারে। পুলিশ জানিয়েছে ভ্যান আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কের রেশ এলাকায়।

রবিবার ভোররাত ৩ টে নাগাদ ভোপাল-ঝালোয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে যায়। পুলিশ জানিয়েছে, ১০ জনকে নিয়ে ওই ভ্যান যাচ্ছিল রাস্তা দিয়ে। ভোররাতে ওই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় ট্রাকের। জানা গিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে যাঁরা ছিলেন তাঁরা সকলেই বিয়েবাড়ি থেকে আসছিলেন।

আকলেরা পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ভ্যানটি। ভ্যানে চড়েছিলেন ১০ জন। আর ভোররাতে সেই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকের। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকে। পুলিশ জানিয়েছে, ট্রাক ভুল দিক দিয়ে আসছিল। তার কারণেই এই দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রাকটি ভোররাতে ওই ভ্যানকে ধাক্কা মারে বলে জানিয়েছে পুলিশ।

এনএইচ ৫২ তে এই দুর্ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই স্থানীয়রা সেখানে দৌড়ে যান। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে নিয়ে যান তাঁরা। তবে হাসপাতালে নিয়ে যেতেই ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১ জন গুরুতর আহত ছিলেন। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Shares:

Related Posts

নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ
নিউজ

চাকরি  তালিকা দেখতে চাইল মানিক:

এবার সিবিআইয়ের এক্তিয়ারে থাকা নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তুলে EDকে অকর্মণ্য প্রমাণের চেষ্টা করল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। শনিবার
We want justice
নিউজ

We want justice: আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অব্যাহতভাবে বিক্ষোভ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে ক্ষমতাসীন দলগুলোর দিকে আঙুল তুলছেন অংশগ্রহণকারীরা। সোমবারও ভারতজুড়ে হাজার হাজার চিকিৎসক রাস্তায়