দেশ ও বিদেশনিউজ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবার সূত্র, প্রবীণ তৃণমূলের কার্যত খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তাঁর চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে মুকুল রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে কাঁচরাপাড়ার বাড়িতেই থাকেন মুকুল রায়। তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন। গত কয়েকদিন ধরে তিনি কম খাবার খাচ্ছিলেন। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিল শরীর। চিকিৎসরা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেন। বৃহস্পতিবার দুপুরে কাঁচরাপাড়ার বাড়ি থেকে এনে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বছর খানেক ধরেই অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তিনি আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরেই রয়েছেন। কাচরাপাড়ার বাড়িতেই সারাক্ষণ থাকেন। মাঝে মাঝে নিচুতলার নেতাকর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন।

কিছুদিন আগেও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজুর্ন সিং মুকুল রায়ের বাড়িতে যান। তাঁর কাছে আশীর্বাদ নেন। পরে অজুর্ন সিং জানান মকুল রায় তাঁকে বলেছেন, ‘বিজয়ী ভব’। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বস্ত সৈনিক’ হঠাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়ে ভোটে জেতেন। তার কিছু দিনের মধ্যেই তিনি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের.

মাঝে তাঁর মাথায় অপারেশনও হয়। তারপর থেকে তিনি ঘরের বন্দি হয়েই রয়েছেন গত এক বছর ধরে। মাঝে আচমকা তিনি দিল্লি চলে যান বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে।

এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে তলব করে ইডি। কিন্তু তিনি অসুস্থ থাকায় যেতে পারেননি। পরে তাঁর বাড়ি এসে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। 

Shares:

Related Posts

নিউজ

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী

৪০ ছুঁই ছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়ল ৪ জেলা। আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। আগামিকাল পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের
দেশ ও বিদেশ

দীঘা হোটেলে ধরা পড়লো জঙ্গি:

বেঙ্গালুরু বিস্ফোরণের পর কলকাতার হোটেলে লুকিয়ে ছিল সন্দেহভাজন জঙ্গিরা! নাম কী লিখেছিল তাঁরা? দেখে নিন এক নজরে..... #কলকাতায় হোটেলে ঘুরতে থাকা জঙ্গি রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার
দেশ ও বিদেশ

হাওড়া মেট্রো চালু হতেই যাত্রী কমেছে নদী জলপথে:

পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন এই সমস্ত রুটে ফেরি পরিষেবায় গড়ে টিকিট বিক্রি প্রায় ৩০ হাজার টাকা কমে গিয়েছে। হাওড়া রুটে মেট্রো চালু হওয়ার আগে অবধি বছরের পর বছর
দেশ ও বিদেশ

নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

TMC and BJP clash amid rallies: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উপস্থিতিতে দুই দলের সমর্থকদের হাতাহাতির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ