নিউজপশ্চিমবঙ্গ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ মোড় দিয়ে যাচ্ছিল, তখন নাকি সেই মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। এই আবহে এলাকায় উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের সংঘর্ষ বাঁধার উপক্রম হয়। এদিকে শোভাযাত্রা হামলার খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করে এগরা থানা।

এদিকে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলে রণক্ষেত্রের আকারণ ধারণ করে এগরার কলেজ মোড়। অভিযোগ, শোভাযাত্রায় উড়ে আসা পাথরের আঘাতে ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। পরে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ফাঠানো হয় সেখানে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে এসে পৌঁছান। উল্লেখ্য, এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে। এগরা থানার পুলিশের সাথে দেখা করতে গেলে অবশ্য অগ্নিমিত্রাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে।’ এরপর ধৃতদের ছাড়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলে। বেলদা-কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। 

এদিকে মুর্শিদাবাদেও রামনবমী ঘিরে হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, রামনবমীর মিছিলটি যখন একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই নাকি হামলা চালানো

Shares:

Related Posts

দেশ ও বিদেশ

বাতিল ১৪টি পতঞ্জলি পণ্যের লাইসেন্স:

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় বুধবার ২৪ এপ্রিল সংবাদপত্রে নতুন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ। এর আগেও আদালতের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। তবে তাদের
দেশ ও বিদেশ

দীঘা হোটেলে ধরা পড়লো জঙ্গি:

বেঙ্গালুরু বিস্ফোরণের পর কলকাতার হোটেলে লুকিয়ে ছিল সন্দেহভাজন জঙ্গিরা! নাম কী লিখেছিল তাঁরা? দেখে নিন এক নজরে..... #কলকাতায় হোটেলে ঘুরতে থাকা জঙ্গি রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার
দেশ ও বিদেশ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর
নিউজ

অতিবৃষ্টিতে বন্যা  UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর

বিগত বেশ কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রলয় দেখা দিয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বিমান চলাচল