দেশ ও বিদেশ

বাংলায় বেশি আসনে ফুটবে পদ্ম, দাবি সমীক্ষায়:

কয়েক বছর আগেও বাংলায় বিজেপির শক্তি ছিল মাত্র ২ বিধায়কের। সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের দুই সাংসদের। সেখান থেকে ২০১৯ সালে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিয়েছিল বিজেপি। রাজ্যের ১৮টি লোকসভা আসনে জয়ী হয়েছিল পদ্ম শিবির। আর গতবার তৃণমূল কংগ্রেসের লোকসভা আসন সংখ্যা কমে হয়েছিল ২২। এবার মমতার দল নেমে যেতে পারে বিজেপির থেকে নীচে। এমনই ইঙ্গিত মিলেছে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায়।  

২০১৯ সালে বাংলায় বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিজেপি। তবে এরপরেও ২০২১ সালের বিধানসভা ভোটে সেভাবে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে পারেনি গেরুয়া শিবির। বাম-কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে থাকলেও বিরোধী পরিসর ছড়িয়ে দিতে পারেনি বিজেপি। মাত্র ৭৭টি আসনে তারা জয়ী হয়েছিল। ২০২১ সালের নিরিখে পশ্চিমবঙ্গের মাত্র ৯টি লোকসভা আসন বিজেপির ঝুলিতে যেতে পারে।  

  আগে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালের ভোটে বিজেপির ভোট শতাংশ কমেছিল রাজ্যে। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপি সেবারে পেয়েছিল ৪০.৭ শতাংশ ভোট। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮.০২ শতাংশ ভোট। এদিকে বিজেপি পেয়েছিল ৩৮.১৫ শতাংশ ভোট।   

 তবে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির ঝুলিতে আসতে পারে ২০ থেকে ২৪টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭ থেকে ২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট মিলে খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে। সেই আবহে কংগ্রেসের ঝুলিতে সর্বোচ্চ একটি আসন যেতে পারে।  

Shares:

Related Posts

New post

আরজি কর কাণ্ডের পর এবার মুখ খুললেন চিরঞ্জিত

আরজিকর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনা বর্তমানে আর বাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও এর প্রভাব পড়েছে। চারদিকে চলছে
দেশ ও বিদেশ

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, প্রেসিডেন্সি জেলে পৌঁছল CBI-এর দল

আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা! তবে সিবিআই সূত্রে খবর আজই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। কারণ আদালতের নির্দেশ ছিল আজ রবিবার এবং সোমবারের মধ্যেই এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে সঞ্জয়ের। আর
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায় 
দেশ ও বিদেশ

নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

TMC and BJP clash amid rallies: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উপস্থিতিতে দুই দলের সমর্থকদের হাতাহাতির ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ