IPLখেলা

KKR vs RR নারিন ১০০ রান করেও জিততে পারলেন না কেকেআর:

IPL LIve: ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬

৫৬ বলে ১০৯ রান করে আউট হলেন নারাইন। ৯ বলে ২০ রানে অপরাজিত রিঙ্কু সিংহ। ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬

ইডেনে মঙ্গলবার মাত্র ৪৯ বলে সেঞ্চুরি নারাইনের। রাজস্থান রয়্যালস বোলিংকে খুন করলেন একা হাতে। সেঞ্চুরি করে ব্যাট তুলে কুর্নিশ করলেন টিম মালিক শাহরুখ খানকে। কিংগ খানও বেজায় খুশি। নেচে উঠলেন ব্যালকনিতে দাঁড়িয়ে। ১৭ ওভারের শেষে কেকেআর ১৯১/৪।

১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৬১/৩। ৪৪ বলে ৭৯ রানে ক্রিজে নারাইন। সঙ্গে ১২ রানে রাসেল।

১৮ বলে ৩০ রান করে ফিরলেন অঙ্গকৃষ। ৩৯ বলে ৭০ রানে অপরাজিত নারাইন। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৫/২।

৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৮৯/১। নারাইন ৪৩ ও অঙ্গকৃষ ২৮ রানে ব্যাট করছেন।

৫.৫ ওভারে ৫০ পূর্ণ কেকেআরের। কুলদীপ সেনকে বিশাল ছক্কা নারাইনের। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে নাইটদের স্কোর ৫৬

শূন্য রানে ক্যাচ পড়েছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ফিল সল্ট। আবেশ খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন (১৩ বলে ১০ রান)। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৬/১।

ট্রেন্ট বোল্টের বলে শূন্য রানে ফিল সল্টের ক্যাচ ফেললেন রিয়ান পরাগ। ১ ওভারের শেষে কেকেআর ২/০।

সোমবারই লিখেছিল এবিপি লাইভ বাংলা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইডেনে টসের পরই সেই খবরে সিলমোহর দিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। জানিয়ে দিলেন, চোট সারিয়ে কেকেআরের বিরুদ্ধে খেলছেন বাটলার। তবে এক রামে রক্ষা নেই, সুগ্রিব দোসর। বাটলারের সঙ্গে খেলছেন আর অশ্বিনও। তিনিও চোট সারিয়ে ফিট।

৬ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থানের। ৫ ম্যাচে ৮ পয়েন্ট কেকেআরের। মঙ্গলবার যে দল জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে।

Shares:

Related Posts

IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে
IPL

কারণ খুঁজে বার করলেন লারা, কোহলিকে নেওয়া উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে?

চলতি আইপিএলে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। কমলা টুপির দৌড়ে সবার উপরে। অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বিরাট কোহলির জায়গা পাকা। তবু এখনও তাঁর স্ট্রাইক রেট নিয়ে
IPL

KKR vs RCB:  আইপিএল থেকে বিদায় কোহলিদের, কেকেআর  এর কাছে ১ রানে হেরে

আইপিএলের ইতিহাসে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে ১ রানে আরসিবিকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট-বলে দুই দলের টানটান
IPL

আইপিএলের ‘এল ক্ল্যাসিকো’, ওয়াংখেড়েতে আজকের মহারণ মুম্বই ও আরসিবির

আইপিএলে ওয়াংখেড়েতে মহারণ! আইপিএলের 'এল ক্ল্যাসিকো'! মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ২৯ রানে জয়লাভ করে চলতি আইপিএলে নিজেদের খাতা খুলেছে হার্দিক