নিউজ

বিজেপি দলনেতা জানান  অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ।:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন হিরণ। তাঁর দাবি, দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ
দলের অনুমতি নিয়েই নাকি অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় নাকি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। এই আবহে দলবদলের জল্পনা প্রসঙ্গে খোঁচা মেরে বিজেপি নেতা হিরণকে বিঁধেছিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন হিরণ

। তাঁর দাবি, দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থীর আরও দাবি, অভিষেকই বারবার ফোন করে তাঁকে ডেকেছিলেন। তাই ক্যামক স্ট্রিটে তাঁর দফতরে গিয়েছিলেন হিরণ। নিজের বক্তব্যের পক্ষে নাকি তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন হিরণ।  এবার ভোট প্রচারে মমতার মুখে ‘ডিএ বাণী’, রাজ্য সরকারি কর্মীদের দিলেন ‘খুশির খবর.

অভিষেকের দাবির পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমকে হিরণ বলেন, ‘আমি দলকে জানিয়েই অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অভিষেক এখন দাবি করছেন, তিনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন। কিন্তু তিনি তো নিজেই বার বার ফোন করে আমাকে ডেকেছিলেন। গিয়েছি, তাঁর সঙ্গে বৈঠক করেছি, কথা বলেছি, শুনেছি। বার বার আমাকে ফোন করে আমাকে ডাকা হচ্ছিল। যেদিন তিনি এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেবেন, আমিও সমস্ত প্রমাণ পেশ করব।

তিনি যে আমাকে কতবার ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন, এর সবকিছুর রেকর্ড আমি তুলে ধরব সবার সামনে। সমস্ত রেকর্ড আছে আমার কাছে। অভিষেক যে আমাকে ডেকেছেন, তা আমি শুভেন্দু অধিকারীকেও জানিয়েছিলাম। অভিষেকের কী বক্তব্য়, তা শুনে আসার জন্যে শুভেন্দু অধিকারীও অনুমতি দেন আমাতে। আমাদের দলের কিছু কৌশল রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না।’

Shares:

Related Posts

We want justice
নিউজ

We want justice: আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অব্যাহতভাবে বিক্ষোভ চলছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আর জি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে ক্ষমতাসীন দলগুলোর দিকে আঙুল তুলছেন অংশগ্রহণকারীরা। সোমবারও ভারতজুড়ে হাজার হাজার চিকিৎসক রাস্তায়
দেশ ও বিদেশ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিউজ

বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?

চৈত্রের শুরুতে পালা করে ধারাপাত বাংলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ
নিউজ

রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ তুলেন বিজেপি:

লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে হিংসা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে, গতকাল রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকার মতোই এগরাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা যখন এগরার কলেজ