নিউজ

  ২০২৪ জিতলে দেশে আমূল বদলের বার্তা BJP:


  অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই দেশে সরব হতে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতাকে। এরই মধ্যে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আগামীতে গোটা দেশে কার্যকর করার আগে উত্তরাখণ্ডে ‘পরীক্ষামূলক’ ভাবে ইউসিসি কার্যকর করা হয়েছে বলে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। এই আবহে নিজেদের ইস্তেহারে বিজেপি স্পষ্ট করে দিল, ২০২৪ সালের ভোটে জিতলে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে মোদী ৩.০ সরকার। 

 এদিকে গতবছরই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করার জন্যে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সেই কমিটি কয়েকদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপতী মুর্মুর কাছে নিজেদের প্রস্তাব পেশ করেছে। আর এবার বিজেপি নিজেদের সংকল্প পত্রে দাবি করল, সরকারে এলে তারা ভারতে ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করবে। 

এদিকে আজকে ইস্তেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জীবনযাপনের মানোন্নয়ন, কর্মসংস্থান তৈরিই বিজেপির লক্ষ্য।’ এই আবহে মোদী প্রতিশ্রুতি দেন, তারা কেন্দ্রে ক্ষমতায় এলে আগামী ৫ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে। ৭০ বছরের উর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। জনঔষধি সেন্টারে ওষুধের দামে ৮০ শতাংশ হারে ছাড় দেওয়া হবে। 

 এদিকে আজ সংকল্প পত্র প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আরও ৩ কোটি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। এদিকে সস্তায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন মোদী। এদিকে ২০২৪ সালে ভোটে জিতলে বিজেপি সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভারতের কয়েক কোটি পরিবারের বিদ্যুতের বিল ‘শূন্য’ করে দেবে।  

Shares:

Related Posts

নিউজ

নির্লজ্জ, বিবেক ও মেরুদণ্ডহীন দেব!” চরম অসন্তুষ্ট নেটিজেনরা

Dev Trolled For Her Silence On RG Kar Case আরজি কর কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণের কাণ্ডে শিউরে উঠেছে গোটা
নিউজ

দক্ষিণবঙ্গে জেলায়  রাতের তাপমাত্রা  স্বাভাবিকের থেকে  ৫ ডিগ্রি পর্যন্ত বেশী

৪০ ছুঁই ছুঁই কলকাতার পারদ। তাপপ্রবাহের কবলে পড়ল ৪ জেলা। আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩ জেলা। আগামিকাল পশ্চিমাঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে। আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের
দেশ ও বিদেশ

Anti Tank Guided Missile in Sikkim:

সিকিমের পাহাড়ে বিশেষ মিসাইলের মহড়ায় ভারতীয় সৈন্য দল, থরথর করে কাঁপবে শত্রুপক্ষ। সিকিমের পাহাড়ে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা দিল ভারতীয় সেনা। প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় এই পরীক্ষায় সফলতা পায়