IPLনিউজ

KKR vs LSG Probably Team 11:

পয়লা বৈশাখে ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।


বাংলার নতুন বছরে ঘরে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। পয়লা বৈশাখে ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।




কেকেআর ও লখনউ দুই দলকেই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ঘরের মাঠে জয়ে ফিরতে ও ফ্যানেদের বাংলা নববর্ষের উপহার দিতে মরিয়া নাইটরা। অপরদিকে দিল্লির বিরুদ্ধে হারের ক্ষত পূরণ করতে বদ্ধপরিকর এলএসজি।


১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে পরপর ৫টি ম্যাচ খেলবে কেকেআর। তবে এলএসজির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। দলে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।


কারণ মিচেল স্টার্ক চার ম্যাচ হয়ে গেলেও এখনও নিজের সেরা ফর্মে আসতে পারেননি। ফ্যানেদের একাংশ ইতিমধ্যেই তাঁকে বসানোর দাবি তুলেছে। স্টার্কের জায়গায় এছাড়া রমনদীপ সিংও খুব একটা নজর কাড়তে পারেননি।

এক ঝলকে দেখে নিন লখনউয়ের বিরুদ্ধে কেকেআরের একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শারফেম রাদারফোর্ড / মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার- চেতন সাকারিয়া / অনুকুল রয়


অপরদিকে, পয়েন্ট টেবিলে নীচের দিকে থাকা দিল্লির বিরুদ্ধে হার অনেকটাই ধাক্কা দিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। তবে কেকেআরের বিরুদ্ধে কেএল রাহুলের দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।


লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), কুইন্টন ডি কক, দেবদূত পাড়িক্কল, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ক্রণাল পান্ডিয়া, আরশাদ খান, রবি বিষ্ণোই, নবীন উল হক, যশ ঠাকুর। ইমপ্যাক্ট প্লেয়ার: মাণিমারান সিদ্ধার্থ

Shares:

Related Posts

IPL

KKR News: বলুন তো, আইপিএলে কোন দলের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি কেকেআর? জেনে নিন

Kolkata Knight Riders: রবিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু
IPL

RCB তার ঘরে হায়দ্রাবাদ কে হারাতে পারবে ?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়েছে টিম। বদলেছে লোগো। টিমে যোগ দিয়েছেন নতুন মাস্টারমাইন্ড। সব কিছু বদলেও যেন কিছুই বদলায়নি। এ বারের আইপিএলে আধডজন ম্যাচ খেলে পাঁচটিতেই হার। টুর্নামেন্টের শুরুটাই
দেশ ও বিদেশ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
New post

এবার থেকে ৫৬ বছর পরে Free চিকিৎসা হবে:

নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমা সংস্থাগুলি বয়সের কারণ দেখিয়ে আর স্বাস্থ্যবিমা করা আটকাতে পারবে না। চাইলে সংস্থাগুলি প্রবীণ নাগরিক, পড়ুয়া, গর্ভবতীদের আলাদা আলাদা পলিসি তৈরি.চিকিৎসা পদ্ধতির উন্নতির সঙ্গে