IPLখেলা

Spinner god Yuji chahal

rajasthani

আজকেই নামছেন ১৫০তম ম্যাচে, আইপিএলে প্রথম বোলার হিসাবে নজিরের সামনে যুজবেন্দ্র চাহালের।

বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে নজিরের সামনে যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের নেই। প্রথম ভারতীয় হিসাবে নজির গড়তে পারেন চাহাল।
rcb
দীর্ঘ দিন ধরে তিনি খেলছেন আইপিএলে। বুধবার তিনি আইপিএলের ১৫০তম ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচে এর নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চহাল। এমন নজির আর কোনও বোলারের নেই।
৩৩ বছরের স্পিনার অতীতে মুম্বই ইন্ডিয়ান্স এবং বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। গত তিন বছর ধরে তিনি রাজস্থান রয়্যালসের সদস্য। বুধবার আর পাঁচ উইকেট নিতে পারলে আইপিএলের প্রথম বোলার হিসাবে ২০০টি উইকেট নেবেন তিনি। এমন প্রতিভা আর কোনো বোলার এর নেই।
এখনও পর্যন্ত ১৪৯টি ম্যাচে ১৯৫টি উইকেট রয়েছে চহালের। এর মধ্যে বেশির ভাগই বেঙ্গালুরুর হয়ে। বিরাট কোহলির দলে থাকাকালীন ১১৩টি ম্যাচে ১৩৯টি উইকেট নিয়েছেন তিনি। রাজস্থানের হয়ে ৩৫টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন। রোহিত শর্মার অধীনে তিনি মাত্র একটি ম্যাচই খেলেছিলেন মুম্বইয়ে হয়ে।

#mumbai

Shares:

Related Posts

IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ
IPL

T20 World Cup 2024, India Team Squad:

টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবারের ভারতীয় দল কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও
IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে
IPL

বিশ্ব  রেকর্ড গড়লেন PBKS :

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দর্শকদের পয়সা উশুল হয়ে গিয়েছে। ম্যাচের প্রথম বল থেকে টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষ হাসি অবশ্য হেসেছে পঞ্জাব কিংস,