নিউজপশ্চিমবঙ্গ

শুভেন্দু অধিকারী বনাম মুখ্যমন্ত্রী

জয় শ্রী রাম
স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, ‘নির্বাচনী বিধিভঙ্গ,’ ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর অধিকারী।
ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার সামনের মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি’ কেন থাকবে? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি এতে নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে।
শুভেন্দু বনাম মুখ্যমন্ত্রী
বুধবার নিজের X হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে। শিখাদপ্তরের মাথারা এখন সবাই জেলে । নগদ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে। প্রায় প্রতিদিন ই শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। কিন্তু হঠাৎ হঠাৎ শিক্ষা দপ্তরের ঘুম ভাগে , তারা সিদ্ধান্ত নেয় যে বিনামূল্যে ছাত্রছাত্রীদের নোটবুক বিতরণ করা হবে।
এরপর শুভেন্দু বলেন , আমি এই পদক্ষেপের
প্রশংসা করি। এবং স্কুল শিখাদপ্তর কে জানাই যে স্কুলে স্কুলে ব্যাগ,জ্যামিতি বক্স,রং পেনসিল ও দেওয়ার অনুরোধ জানাই।
কিন্তু এর পরেই তিনি নির্বাচনী বিধি ভঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন , তিনি বলেন যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে এবং মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি তাই কভারে তার ছবি সহ নোটবুক বিতরণ করলে সেটি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষন করতে পারে।@ECISVEEP-এর মনে হতে পারে যে, ভোটার অভিভাবকদের প্রভাবিত করার জন্যই নোটবুক দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী অবাক
Shares:

Related Posts

নিউজ

Ramnavami in West Bengal:

রামনবমীতে রক্তাক্ত হয়ে উঠলো বাংলা, বাংলায় ধারালো অস্ত্রের কোপে ও বোমা বর্ষণে জখম হলেন বহু পুলিশ সহ ১৮ জন জনগণ। এবারও রামনবমী ঘিরে বীভৎস সংঘর্ষ ঘটলো পশ্চিমবঙ্গে এমনটাই দাবি করা
IPL

PBKS vs RR Dream 11 top team:

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস। আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে
দেশ ও বিদেশ

মুকুল রায়  অসুস্থ হলেন, কলকাতা হাসপাতালে ভর্তি হলেন :

বেশ কয়েকদিন ধরে খাওয়াদাওয়া ঠিকমতো করছিলেন না মুকুল রায়। ক্রমশ দূর্বল হয়ে পড়ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।