More Info

তিন ম্যাচে তিন জয়, তার পরেও সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা

তিন ম্যাচে তিন জয়, তার পরেও সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে হতে পারে বদল

নিজেদের প্রথম তিনটি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও বদলাতে পারে কেকেআরের প্রথম একাদশ।

কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।

সাধারণত, জয়ী দলে বদল হয় না। নিজেদের প্রথম তিনটি ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। জয়ের হ্যাটট্রিকের পরেও মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধেও বদলাতে পারে কেকেআরের প্রথম একাদশ।

ফিল সল্ট— প্রতিটি ম্যাচে ওপেনিংয়ে নির্ভরতা দিচ্ছেন। পাওয়ার প্লে ব্যবহার করে বড় শট খেলতে পারেন। উইকেটের পিছনেও ভরসা দিচ্ছেন। তিনিই ওপেন করবেন।

 

সুনীল নারাইন— পাওয়ার প্লে-তে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। পাশাপাশি বল হাতেও উইকেট তুলছেন। ধোনিদের বিরুদ্ধে ওপেন করবেন নারাইন।

অঙ্গকৃশ রঘুবংশী— আইপিএল অভিষেকেই অর্ধশতরান করেছেন। বুঝিয়ে দিয়েছেন তাঁর উপর ভরসা করতে পারে ম্যানেজমেন্ট। চেন্নাইয়ের বিরুদ্ধেও তিন নম্বরে খেলবেন তিনি।

বেঙ্কটেশ আয়ার— আগের ম্যাচে পরে ব্যাট করতে নেমেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের পুরনো জায়গায় ফিরে যেতে পারেন। নীতীশ রানা কবে ফিরবেন কেউ জানে না। তাই মিডল অর্ডার সামলাতে হবে আয়ারকে।

শ্রেয়স আয়ার— ধীরে ধীরে ফর্মে ফিরছেন। কিন্তু এখনও সেই পুরনো শ্রেয়সকে দেখা যায়নি। ধোনিদের বিরুদ্ধে সুযোগ পেলে বড় রান করতে চাইবেন শ্রেয়স।

রিঙ্কু সিংহ— যখনই ব্যাট হাতে নামছেন নিজের কাজ করছেন। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ধোনিদের বিরুদ্ধেও সেই কাজটাই করতে চাইবেন।

আন্দ্রে রাসেল— চলতি আইপিএলে খুব ভাল ফর্মে রয়েছেন। বিধ্বংসী ব্যাটিং করছেন। বল হাতেও উইকেট নিচ্ছেন। ধোনিদের বিরুদ্ধেও রাসেল দলের বড় ভরসা।

Shares:

Related Posts

Businesses

ইউজারদের জন্য আম্বানির নতুন উপহার! লঞ্চ হল বিনামূল্যে 13 OTT অ্যাপ, ডেটা এবং কল সহ নতুন প্ল্যান

বিগত কয়েক মাসের মধ্যে জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়েছিল। এরপর থেকে ইউজারদের আগের প্ল্যান উপভোগের জন্যই বেশি টাকা দাম দিতে হচ্ছে। ইতিমধ্যে কোম্পানি নতুন নতুন প্ল্যান লঞ্চ করা শুরু করেছে।