নিউজ

বজ্রবিদ্যুৎ-সহ অকাল বর্ষণ, বইবে ঝোড়ো হাওয়াও; বঙ্গে দুর্ভোগ কতদিন?

চৈত্রের শুরুতে পালা করে ধারাপাত বাংলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা ৷ যা জলীয় বাষ্পকে উপরে উঠতে সাহায্য করেছে । এই নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত । আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গজুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এমনকি শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেছেন, “এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি চলবে । কারণ হল একটি ঘূর্ণাবর্তর উপস্থিতি । যা অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং তা আমাদের দক্ষিণবঙ্গের উপরেও রয়েছে । এর ফলে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । দক্ষিণবঙ্গে আজ বুধবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই । বৃহস্পতিবার পর্যন্ত দমকা বাতাস বইবে দক্ষিনবঙ্গে । তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । এরপর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে ।”

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই বৃষ্টিপাতের ফলে চাষাবাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুতের সময় বাইরে না থাকার সতর্কতা জারি করা হয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Shares:

Related Posts

নিউজ

WB  কবে বর্ষণ নামবে দেখতে হলে নীচে Click করুন:

মধ্য অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। তার ফলে শনিবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০
IPL

RR vs GT DREAM 11 PREVIEW:   রাজস্থানের বিরুদ্ধে টাইটান্সের ভরসা গিল. …..

Edit by......newpost.in Edit by......newpost.in Edit by……newpost.in ধারাবাহিকতা কাকে বলে! যেটা এ মরসুমে রাজস্থান রয়্যালস করে দেখিয়েছে। সঙ্গে যোগ করা ভালো, এখনও অবধি। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল রাজস্থান রয়্যালস।
IPL

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয়
IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর