blogNew post

TRP List: পর্ণার স্মৃতি ফিরতে বাজিমাত নিম ফুলের মধু-র! তাহলে কি টপার হতে পারল না ফুলকি-কথা

টিআরপিতে কে কাকে বাজি মারল এই সপ্তাহে নিম ফুলের মধু নাকি ফুলকি নাকি কথা
টিআরপিতে কে কাকে বাজি মারল এই সপ্তাহে, নিম ফুলের মধু, নাকি ফুলকি নাকি কথা?

পর্ণার স্মৃতি ফেরার ট্র্যাক আসতেই নম্বর বাড়িয়ে দুইয়ে চলে এসেছে নিম ফুলের মধু। তাহলে বেঙ্গল টপার হল কে, কথা নাকি ফুলকি?

লক্ষ্মীপুজোর বৃহস্পতিবারে কার ভাগ্যে জুটল নারকেল নাড়ু? মানে কে হল বেঙ্গল টপার, চলুন সেটাই না হয় জেনে নেওয়া যাক। এমনিতেই পুজো আবহে ভাসছে বাঙালি, তারই মাঝে হাতে এল সিরিয়ালের দুনিয়ার সাপ্তাহিক ফলাফল। দেখা গেল, পুজোয় ঠাকুর দেখতে বেরনো বাঙালি, কদিন বেশ ফাঁকি দিয়েছেন সিরিয়াল থেকে। ফলে নম্বর বেশ কমেছে। বেঙ্গল টপারের রেটিং মাত্র ৬.৬। যৌথভাবে প্রথম স্থান দখল করেছে ফুলকি আর কথা। গত সপ্তাহেও ঠিক তাই হয়েছিল।

তবে দেখা গেল, পর্ণার স্মৃতি ফেরার ট্র্যাক আসতেই নম্বর বাড়িয়ে দুইয়ে চলে এসেছে নিম ফুলের মধু। আর গীতা এলএলবি ৬.২ রেটিং পেয়ে তিন নম্বরে। চারে জগদ্ধাত্রী। এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পুরনো সিরিয়াল এটি। জগদ্ধাত্রী মা হতে চলেছে, ফলে গল্পে বেশ টানটান উত্তেজনা। আর দর্শকও খুব একটা ফাঁকি মারছে না তাই। পাঁচ নম্বরে রয়েছে উড়ান, প্রাপ্ত রেটিং ৬.০।

দেখে নিন টিআরপি-তে সেরা ১০-এর তালিকা-

প্রথম: ফুলকি/ কথা ৬.৬

দ্বিতীয়: নিম ফুলের মধু ৬.৩

তৃতীয়: গীতা LLB ৬.২

চতুর্থ: জগদ্ধাত্রী ৬.১

পঞ্চম: উড়ান ৬.০

ষষ্ঠ: রোশনাই/ কোন গোপনে মন ভেসেছে ৫.৭

সপ্তম: শুভ বিবাহ ৫.৫

অষ্টম: অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল/ রাঙামতি তীরন্দাজ ৫.২

নবম: আনন্দী ৫.০

দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৪.৯

ছয় নম্বর স্থানে দেখা যাচ্ছে যৌথভাবে দখল করেছে রোশনাই আর কোন গোপনে মন ভেসেছে। সাতে শুভ বিবাহ। অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পাইস হোটেলের যৌথ নম্বর এসেছে ৫.২। রাঙামতি তীরন্দাজেরও তা। দুটো ধারাবাহিকই অষ্টম স্থানে। নয়ে নতুন শুরু হওয়া সিরিয়াল আনন্দী। আর দশে ডায়মন্ড দিদি জিন্দাবাদ।

দুই সিরিয়ালে যমজ বোনের গল্প নিয়ে অনেক আশায় ছিলেন দর্শকরা। কিন্তু কার্যত দেখা গেল টিআরপি রেটিং অন্য কথা বলছে। মাত্র ৩.১ পেয়েছে জলসার এই ধারাবাহিক। জি বাংলার মালা বদলের হাল তো সবচেয়ে খারাপ, রেটিং ২.৮। এভাবে চললে হয়তো বন্ধও হয়ে যাবে খুব জলদি। ৪৫ মিনিটের স্লটে পেরে উঠছে না মিঠিঝোরাও। চলতি সপ্তাহের রেটিং ৪.১।

রান্নার নতুন রিয়েলিটি শো রান্নাঘর নিয়ে এখানো দর্শক মনে জমিয়ে বসতে পারেননি কণীনিকা বন্দ্যোপাধ্যায়। রেটিং উঠেছে মাত্র ০.৭। সারেগামাপা-র টিআরপি ৫.৩ আর রবিবারের দিদি নম্বর ১-এর এপিসোড তুলেছে ৫.০।

Shares:

Related Posts

IPL

KKR vs LSG Probably Team 11:

পয়লা বৈশাখে ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর মেগা ম্যাচ। শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখোমুখি কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।বাংলার নতুন বছরে ঘরে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। পয়লা বৈশাখে ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর
IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়
New post

Redmi 5 (Gold, 32GB)

Redmi 5 (Gold, 32GB)Redmi 5 Mobile Phone InformationColour: Gold | Size: 32 GBTechnical DetailsOS AndroidRAM 3 GBItem Weight 159 gProduct Dimensions 15.2 x 0.8 x 7.3 cmBatteries: 1 Lithium ion