খেলাভাইরাল

ভারতের টি২০ দল ঘোষিত, ৪৩১ দিন পর ভারতের জার্সিতে নামবেন শামি

মহম্মদ শামি

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন মহম্মদ শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে বাংলার পেসারের।

নজর ছিল মহম্মদ শামির দিকে। ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কি না সে দিকেই নজর রেখেছিলেন সকলে। শেষ পর্যন্ত ফিরলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। শেষ বার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। ৪৩১ দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হতে পারে বাংলার পেসারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে সেই খেলা। সেখানেই প্রথম একাদশে দেখা যেতে পারে শামিকে। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হজারে ট্রফি খেলেছেন তিনি। এ বার ভারতের কুড়ি-বিশের দলে ফিরলেন তিনি।

মহম্মদ শামি
মহম্মদ শামি

ফিটনেস নিয়ে আর সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার। ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তাঁর। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তা ছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শামিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা তাড়াহুড়ো না করে শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন। সেই প্রতিযোগিতার দল ঘোষণার আগে শামি এনসিএর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন অজিত আগরকরেরা। তাই তাঁকে ইংল্যান্ড সিরিজ়ের দলে নেওয়া হয়েছে।

শামির ফেরার মতোই চমক ঋষভ পন্থের দলে না থাকা। প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি ফর্মে রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাঁকে। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

Shares:

Related Posts

New post

West Bengal Weather Update : আজও বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামল ঝটিতি

আজও টিপটিম থেকে ঝমঝম, বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাসপূর্বাভাস থাকা সত্ত্বেও সোমবার বৃষ্টির মুখ দেখতে পায়নি কলকাতা। কালবৈশাখীও নয় ! আজ, মঙ্গলবার ও বুধবার  রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের
IPL

MI VS RCB Dream 11 teams:Mi loss the game

Edit by..... newpost.in মঙ্গলবারের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স  ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  । বিরাট  ( - রোহিত শর্মাদের t Sharma) মধ্যে কে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে, সেদিকেই নজর সবার।
IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর
IPL

Rohit Sharma: কেন মাঠে মাঝেমধ্যেই অদ্ভুত আচরণ করেন রোহিত? মজার উত্তর দিলেন সামি, শ্রেয়সরা

ক্রিকেট মাঠে রোহিত শর্মার কার্যকলাপ নিয়ে বহু চর্চা রয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন আঙ্গিকে ধরা দেন ভারতের নেতা। কখনও মজার কথা বলতে শোনা যায় তাঁকে। কখনও বা রেগে গিয়ে গালিগালাজ করতে শোনা