নিউজপশ্চিমবঙ্গ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম। পয়লা বৈশাখ থেকেই আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া? দেখুন লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) থেকেই গোটা দক্ষিণবঙ্গে ফের গরম অনুভূত হবে। এপ্রিলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার থেকেই ফের তাপমাত্রা উর্ধমুখী হবে। আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে। তবে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তিলোত্তমায় বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তালিকায় থাকতে পারে পশ্চিমের জেলা গুলি। অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল হতে হবে মানুষকে। পশ্চিমের জেলাগুলিতে একলাফে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।


আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পয়লা বৈশাখেও ভিজতে পারে কয়েকটি জেলা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর.

Shares:

Related Posts

পশ্চিমবঙ্গ

আর জি কর হাসপাতাল: ‘নিয়মরক্ষার মতো চলছে আউটডোর’, ক্যান্সার আক্রান্তদের চোখে জল

আর জি কর : ক্যান্সার আক্রান্তদের চোখের জল। তাঁদের পরিজনদের করজোড়ে অনুরোধ। প্রবল শারীরিক যন্ত্রণা। চিকিৎসা না পেয়ে হতাশা, আতঙ্ক যাই হোক আর জি করে চিকিৎসা না পেয়ে চরম অনিশ্চয়তা
IPL

PBKS vs RR Dream 11 top team:

চোট পেয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলছেন না শিখর ধবন। পাঞ্জাব কিংসের নেতৃত্বে স্যাম কারান। টস জিতে ফিল্ডিং করছে রাজস্থান রয়্যালস। আইপিএল (IPL 2024) এখনও মাঝপর্বও পেরোয়নি। মুল্লাপুরের বাইশ গজ নিয়ে
ভাইরাল

দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি

২০০৪ থেকে ২০২৪। 'মার্ডার'-এর পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে।  আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে
টলিউড

ধর্ষণের হুমকি, আইনের আশ্রয় নিলেন মিমি

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী মিমি চক্রবর্তী। ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে এমন সরব হওয়ার পরেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি